ক্ষেতে সেচ দেওয়ার জন্য কৃষককে এখন তেল, ডিজেল বা বিদ্যুতের দিকে তাকিয়ে থাকতে হবে না। মাঠ ফেটে চৌচির হবে না সেচের অভাবে। যথাসময় কৃষক পানি পাবে। সেই পানি পেয়ে মাঠের ফসল উঠবে ডগমগিয়ে।
চট্টগ্রামের রাউযান উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন জসীম। জ্বালানিবিহীন সেচপাম্প তার তৃতীয় উদ্ভাবন। এর আগে তিনি উদ্ভাবন করেছেন পানি দিয়ে ডিজেল সাশ্রয়ী গাড়ি চালানো, নামেমাত্র বিদ্যুৎ খরচ করে বিদ্যুৎ উৎপাদন। এবার তিনি দীর্ঘ আট বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন জ্বালানিবিহীন সেচপাম্প। এই সেচপাম্পে কোনো রকম বৈদ্যুতিক চার্জ বা জ্বালানি ছাড়া একাধারে ২০ ঘণ্টা চলতে সক্ষম। প্রথমে একটি ব্যাটারির মাধ্যমে পাম্পটিকে চালু করা হলে পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে দীর্ঘ সময়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে তৈরি করা জয়নালের সেচপাম্পটি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
লেখক : এ্যাডভোকেট আলেয়া রাহাত, খুলনাক্ষেতে সেচ দেওয়ার জন্য কৃষককে এখন তেল, ডিজেল বা বিদ্যুতের দিকে তাকিয়ে থাকতে হবে না। মাঠ ফেটে চৌচির হবে না সেচের অভাবে। যথাসময় কৃষক পানি পাবে। সেই পানি পেয়ে মাঠের ফসল উঠবে ডগমগিয়ে।
চট্টগ্রামের রাউযান উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন জসীম। জ্বালানিবিহীন সেচপাম্প তার তৃতীয় উদ্ভাবন। এর আগে তিনি উদ্ভাবন করেছেন পানি দিয়ে ডিজেল সাশ্রয়ী গাড়ি চালানো, নামেমাত্র বিদ্যুৎ খরচ করে বিদ্যুৎ উৎপাদন। এবার তিনি দীর্ঘ আট বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন জ্বালানিবিহীন সেচপাম্প। এই সেচপাম্পে কোনো রকম বৈদ্যুতিক চার্জ বা জ্বালানি ছাড়া একাধারে ২০ ঘণ্টা চলতে সক্ষম। প্রথমে একটি ব্যাটারির মাধ্যমে পাম্পটিকে চালু করা হলে পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে দীর্ঘ সময়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে তৈরি করা জয়নালের সেচপাম্পটি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
লেখক : এ্যাডভোকেট আলেয়া রাহাত, খুলনা
জ্বালানিবিহীন সেচপাম্প
Sunday, August 1, 2010
Labels:
কৃষি যন্ত্র
Posted by
আমাদের রান্না
at
11:46 PM