গাছ কাটার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

Tuesday, November 30, 2010


ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় মাজারসংলগ্ন স্থানের পুরোনো গাছগুলো কাটার প্রতিবাদে গতকাল সোমবার বগুড়া শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিবেশ নাগরিক কমিটি বগুড়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় মানববন্ধন চলাকালে এক সভায় বক্তারা ঐতিহাসিক মহাস্থানগড়ের পুরোনা এসব গাছ কাটার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, সেখানকার পুরোনো ইটগুলোও সরিয়ে ফেলা হচ্ছে। বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবু নাছের খান, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, প্রবীণ নাট্যজন খন্দকার গোলাম কাদের, উচ্চারণ একাডেমির নির্বাহী পরিচালক পলাশ খন্দকার, জেলা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, নারী ও শিশু বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নিভা রানী সরকার প্রমুখ।

তথ্য সূত্রঃ প্রথম আলো, তারিখ: ৩০-১১-২০১০

গাছগুলোর কী অপরাধ?


দুর্বৃত্তরা একটি বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ওই গাছগুলো কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পশ্চিম গাব্দেরগাঁও গ্রামের সহিদুল্লা অভিযোগ করেন, তাঁর মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের হাবিবউল্লার ছেলে নান্নু মিয়ার। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। জেসমিনের তিন সন্তান রেখে দিয়ে স্বামী নান্নু মিয়া তাঁকে তালাক দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সালিস-বৈঠক হয়েছে।
সহিদুল্লার অভিযোগ, নান্নু মিয়াসহ কয়েকজন শনিবার রাতে তাঁর একটি বাগানের প্রায় ৩০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছেন। কাটা গাছগুলোর বয়স প্রায় দুই বছর। তাঁর খরিদ করা সম্পত্তির মধ্যে এই গাছ রোপণ করা হয়।
এ ব্যাপারে সহিদুল্লা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তথ্য সূত্রঃ প্রথম আলো, তারিখ: ৩০-১১-২০১০

গারোদের জুম সংস্কৃতি


কৃষি কাজ গারোদের প্রধান পেশা। যারা গভীর পার্বত্য এলাকায় বসবাস করে তাদের প্রধান পেশা জুম চাষ, কিন্তু যারা সমভূমিতে বসবাস করে তারা সমভূমির অন্যান্য অধিবাসীদের মতোই হালচাষ করে জীবিকা-নির্বাহ করে। জুম চাষ গারোদের প্রাচীন চাষ পদ্ধতি। এটা শুধু গারোদেরই নয়, পৃথিবীর বিভিন্ন আদিবাসী এবং পার্বত্য জনগোষ্ঠীর প্রাচীন চাষ পদ্ধতি। নৃবিজ্ঞানীদের মতে নব্য প্রস্তর যুগের শুরুতে আদিম মানবসমাজে জুম চাষের প্রচলন শুরু হয় এবং ওই সময়ই তা মোটামুটিভাবে বর্তমানের রূপ লাভ করে। ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্তও জুম চাষের ব্যাপক প্রচলন ছিল। সুইডেনের মতো উন্নত দেশেও কোনো কোনো এলাকায় ১৯২০ খ্রিস্টাব্দ পর্যন্তও জুম চাষের প্রচলন ছিল। গারো পাহাড়ের পার্বত্য এলাকায় জুম চাষ এক কষ্টসাধ্য ব্যাপার। গভীর বন কেটে বড় বড় গাছপালা পুড়িয়ে চাষোপযোগী করে তোলা হয়। প্রতি দুই বছর অন্তর নতুন নতুন জায়গা এমনি করে জুম চাষের জন্য নির্বাচন করা হয়। কারণ এসব পার্বত্য অনুর্বর জমিতে একাধারে দুই বছরের বেশি ফসল ফলানো যায় না।

গারো পাহাড়ে এ রকম জুম চাষোপযোগী পার্বত্য এলাকাকে আখিং বলা হয় এবং এ রকম আখিং গারো পাহাড়ে সংখ্যায় কয়েকশর মতো হবে। একেকটা আখিং একেক জন আখিং নক্মার অধীনে থাকে। এই নক্মা সব দিক দিয়ে বেশ প্রভাবশালী ব্যক্তি। বাংলা ভাষায় নক্মা শব্দের আক্ষরিক অর্থ ধনী। তার গ্রামের অধিবাসীদের পরিবার পিছু সমভাবে জুম চাষের জমি ভাগ করে দেওয়া আখিং নক্মার দায়িত্ব। জুম চাষের জমি ভাগ করার সময় তার নিজের জন্য এবং তার পরিবারের অন্যদের জন্যও তিনি কিছু অংশ রেখে দেন। জমি ভালো হয়ে গেলে তার প্রত্যেক পরিবার নিজ নিজ ভাগের জমি পরিষ্কার করা আরম্ভ করে দেয়। জংলি বাঁশ এবং বড় বড় গাছপালায় আবৃত এসব জমি পরিষ্কার করা এক কষ্টসাধ্য ব্যাপার। ডিসেম্বর মাস হতে কাজ শুরু করে মার্চ মাস নাগাদ সম্পূর্ণ পরিষ্কার করে ফেলা হয়। এ সময় গাছের ডালপালা পুড়িয়ে একদিকে যেমন তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব হয় তেমনি পোড়া ছাই এবং আবর্জনাদি দ্বারা জমিতে উত্তম সার দেওয়া হয়ে যায়। এসব জুম ক্ষেতে দুই বছরের বেশি ফসল ফলানো যায় না। দুই বছর আবাদের পরই অন্যত্র নতুন জায়গা নির্বাচন করতে হয় এবং পুরনো জুম ক্ষেতটি অনেক বছরের জন্য অনাবাদী ফেলে রাখা হয়। অনেক বছর পর সেখানে নানাবিধ লতাগুল্ম এবং গাছপালা জন্মে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পেলে পরে সেখানে পুনরায় জুম চাষ করা হয়।

পরিবারের প্রতিটি কর্মক্ষম ব্যক্তিই জুম ক্ষেতে কাজ করে থাকে এবং তুলনামূলকভাবে পুরুষের চেয়ে মেয়েরাই বেশি কাজ করে থাকে। তবে গাছপালা কেটে জঙ্গল পরিষ্কার করার কাজসহ দৈহিক পরিশ্রমের কাজ পুরুষরাই সম্পন্ন করে থাকেন। পাহাড়ে অসংখ্য গর্ত করা এবং সেখানে পরিমাণমত বীজ ফেলে মাটিচাপা দেওয়ার কাজ গারোরা নিখুঁতভাবে কিছুক্ষণের মধ্যেই করতে পারে। ধান এবং তুলা ছাড়াও আলু, মরিচ, আদা, ফুটি, তরমুজ, বেগুন, বিভিন্ন ধরনের কলাই (বিলি্লক, খারেক) প্রভৃতি ফসল একই জমিতে আবাদ করা হয়। বিভিন্ন ফসল এবং তরিতরকারি বিভিন্ন সময়ে পাকতে আরম্ভ করে। ভুট্টা, ফুটি প্রভৃতি প্রথমে পাকে। আগস্ট সেপ্টেম্বর মাসে ধান কাটা শুরু হয় এবং সব শেষে নভেম্বর ডিসেম্বর মাসে তুলা সংগ্রহ করা হয়। ফসল বোনা হতে আরম্ভ করে ঘরে ফসল তোলা পর্যন্ত কমপক্ষে তিনবারের মতো আগাছা নিড়িয়ে ক্ষেত পরিষ্কার রাখতে হয় এবং এই নিড়ানির কাজ প্রধানত গারো মহিলারাই নিখুঁতভাবে সম্পন্ন করে থাকে। গারোদের ধান কাটার পদ্ধতিও বেশ অভিনব। ধান ভালোভাবে পাকলে মেয়ে-পুরুষ সবাই একত্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাস্তের সাহায্যে শুধু পাকা শীষ ক্ষিপ্রহস্তে কাটতে থাকে এবং পিঠে রক্ষিত বড় ঝুড়িতে (খক্) ভর্তি করে। একেকটা ঝুড়ি ভর্তি হয়ে গেলে সেই শস্য শুষ্কাবস্থায় গোলাঘরে (ঝামনক্) সুন্দরভাবে সাজিয়ে রাখে। সেই শস্য সারা বছর শুকনা এবং পরিষ্কার থাকে। পরে প্রয়োজন মতো গোলাঘর থেকে কিছু কিছু নামিয়ে মেয়েরা পায়ের সাহায্যে এগুলো মাড়িয়ে ধান বের করে নেয়। গারো ভাষায় একে 'মি নাক্কা' বলা হয়। গারোরা সাধারণত আতপ চাল ব্যবহার করে থাকে এবং তারা ঝুম ক্ষেতে যেসব ধান আবাদ করে সেগুলোরও আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান।

আতপ এবং নতুনাবস্থায় চাল সামান্য সুগন্ধিযুক্ত থাকে। তবে এ ধানে ফড়িং এবং পোকার আক্রমণের আশঙ্কা বেশি থাকে এবং পোকা আক্রমণযুক্ত ধানের চাল অপুষ্ট, মাঝে মাঝে কালো রঙয়ের হয়ে যায় ও খেতে বিস্বাদ লাগে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের দিকে এই ধান পাকতে আরম্ভ করে এবং এর ফলন বেশ ভালো হয়।

মিমিত্তিম্ (চর্বিযুক্ত ধান) আকারে মোটা চ্যাপ্টাকৃতির এবং সাদা- কালো ডোরাকাটা রঙয়ের হয়ে থাকে। এর চাল বেশ সুগন্ধিযুদ্ধ এবং রান্না করলে ভাত নরম আঠালো হয়ে থাকে। গারোরা প্রধানত মদ তৈরির কাজে এই চাল ব্যবহার করে। ভাপে সিদ্ধ করলে এ চালের ভাত অতি উপাদেয় খাদ্যে পরিণত হয়। গারো ভাষায় এ রকম রান্নাকে 'মিমিল্ রিদ্ধা' বলা হয়। এ ধানের ফলনশক্তি কম এবং শ্রাবণ মাসের মাঝামাঝি এই ধান পাকতে শুরু করে। বাংলাদেশি গারোদের কৃষি পদ্ধতি সমভূমির অন্যান্য সমাজের লোকদের মতোই। বেশিরভাগ ক্ষেত্রেই তারা কাদা মাটির রোপা ধানের চাষ করে এবং চাষকর্মে গরু-মহিষের সাহায্য নিয়ে থাকে। ধান চাষের পাশাপাশি তারা পাট চাষও করে এবং নানা ধরনের শাক-সবজি, রবিশস্য উৎপন্ন করে। আধুনিক কৃষি পদ্ধতিও অনেকেই ইতোমধ্যে রপ্ত করে নিয়েছে।

তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২৭-১১-২০১০

নতুন কুঁড়িতে ভরে গেছে পঞ্চগড়ের চা বাগান


পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময়ের পতিত গো-চারণ ভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের হ্যারোড অকশন মার্কেটে। রপ্তানি হচ্ছে দুবাই, জাপান ও আমেরিকায়। এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ কেজি। চা বোর্ডের 'স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট পান ফর টি ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ ভিশন-২০২১' প্রকল্প গ্রহণ করায় এখানকার চাষিদের মধ্যে চা উৎপাদনের আগ্রহ বেড়ে গেছে। তেঁতুলিয়া থেকে দার্জিলিংয়ের দূরত্ব ৫০ কিলোমিটার। আর এখানে উৎপাদন হচ্ছে পৃথিবীর সেরা চা। ১৯৯৬ সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় সফরে এসে চা চাষের সম্ভাবনার কথা বলেন। অতঃপর ওই সময়ের জেলা প্রশাসক মো. রবিউল হোসেনের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে চা চাষ করা হয়। প্রথমে টবে, পরে জমিতে চায়ের চাষ করা হয়। সে সফলতা থেকে পঞ্চগড়ে বাণিজ্যিক ভিত্তিতে চা উৎপাদন করা হয়। ২০০০ সালের দিকে তেঁতুলিয়া টি কোম্পানি ও কাজী অ্যান্ড কাজী টি এস্টেটসহ বেশ কিছু প্রতিষ্ঠান চা চাষ শুরু করে। কয়বছরের মধ্যেই তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ গো-চারণ ভূমি চায়ের সবুজ পাতায় ভরে যায়। সৃষ্টি হয় সবুজের সমারোহ। চা বোর্ডের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তায় এগিয়ে আসে স্থানীয় ক্ষুদ্র চা চাষীরা। বাগান মালিকদের পাশাপাশি তারাও চাষ করে চা। পঞ্চগড়ে নীরবে ঘটে চা চাষের বিপ্লব। পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের তথ্য মতে, বর্তমানে জেলার ১৬ হাজার একর জমি চা চাষের উপযোগী রয়েছে। এ পর্যন্ত চা চাষ সম্প্রসারিত হয়েছে দুই হাজার ২৫৫ দশমিক ৫৫ একর জমিতে। চা চাষ করছে ১৮২ জন স্মল গ্রোয়ার্স যার জমি ৫ একরের নিচে, ৫ থেকে ২০ একরের মধ্যে স্মল হোল্ডার্স ১১ জন এবং ২০ একরের ওপরে ১৯টি টি এস্টেট। এসব চা বাগানে প্রায় হাজার পাঁচেক নারী-পুরুষের কাজের সংস্থান হয়েছে। আগে যেখানে পুরুষ শ্রমিকরা পাথর উত্তোলন আর নারী শ্রমিকরা পাথর ভেঙে জীবিকা নির্বাহ করত। এখন নারীদের কোমল হাত দিয়ে তোলা হচ্ছে দুইটি পাতা একটি কুঁড়ি। বিশেষ করে দরিদ্র ও বঞ্চিত নারীদের জীবনে দুই বেলা দুই মুঠো ভাতের নিশ্চয়তা দিয়েছে।

এ এলাকার চা চাষের বিশেষত্ব হচ্ছে কৃষকরা ক্ষুদ্র ক্ষুদ্র চা বাগান গড়ে তুলছে। যা প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলায় চা চাষ হওয়ায় চাষিদের ৯ মাসের আয়ের পথ তৈরি হয়েছে। হয়েছে স্থানীয় বেকার যুবদের কর্মসংস্থান। জমির দাম বেড়েছে কয়েক গুণ। বাগানগুলোকে কেন্দ্র করে আশপাশে গড়ে উঠেছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া চা বাগান দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পর্যটক। এতে জেলার চিত্র গত কয়েক বছর আগের তুলনায় পাল্টে গেছে কয়েক গুণ। বেড়েছে মাথাপিছু আয়ের পরিমাণ। সরকারি কোষাগারে যোগ হচ্ছে বিপুল পরিমাণ অর্থের।

চা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের মধ্যে চায়ের উৎপাদন ১০০ মিলিয়ন কেজিতে উন্নীত করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি টাকা। পঞ্চগড়ে চা চাষ প্রক্রিয়াজাত কারখানা আছে তিনটি। বর্তমানে আরও একটির নির্মাণ কাজ চলছে। চা চাষি মতিয়ার রহমান জানান, কৃষকদের প্রয়োজনীয় কীটনাশক, সারসহ কৃষি উপকরণ সহজশর্তে দেওয়া হলে চা চাষের পরিধি অনেক বাড়বে। তাছাড়া তিনি চা পাতার মূল্য বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। তবে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড়স্থ আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, সরকারের পক্ষে সব ধরনের কারিগরি সহায়তা, ভর্তুকি, ঋণের ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাষিদের ঋণ সহায়তা দিচ্ছে।

তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২৭-১১-২০১০

মরিচের পোকা দমন ব্যবস্থাপনা


মরিচ বাংলাদেশের একটি নিত্যপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মসলা জাতীয় ফসল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফসফরাস রয়েছে। বাংলাদেশের প্রায় ১.৫০ লাখ হেক্টর জমিতে মরিচের চাষ হয় এবং মরিচের গড় উৎপাদন প্রায় ১.৩৮ টন/হেক্টর। মরিচ গাছ বিভিন্ন প্রকার পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়। এর মধ্যে মাইট একটি অত্যন্ত ক্ষতিকর পেস্ট। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে মাইটের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এ পোকা গাছ থেকে রস শোষণ করে মরিচের মোট উৎপাদন এবং গুণগত মান কমিয়ে দেয়।

মাইটের বৈশিষ্ট্য : মাইট অত্যন্ত ছোট, সাধারণত হাত লেন্সের সাহায্য ব্যতীত দেখা যায় না। এ পোকা উপবৃত্তাকার, উজ্জ্বল, হলদে সবুজ বর্ণের। তবে মৃত মাইটগুলো হলদে বাদামি বর্ণের হয়ে থাকে। স্ত্রী মাইটের পেছনের অংশে লম্বালম্বি হালকা সাদা দাগ দেখা যায়। পূর্ণ বয়স্ক স্ত্রী মাইট লম্বয় প্রায় ০.২ মি.মি. এবং পুরুষ প্রায় ০.১১ মি.মি.। এর চার জোড়া সাদাটে পা আছে। পুরুষ মাইটের চতুর্থ জোড়া পা বর্ধিত এবং স্ত্রীর ক্ষেত্রে এটি খুবই ছোট আকৃতির। লার্ভা তিন জোড়া পা-বিশিষ্ট, প্রায় ০.১ মি.মি. থেকে ০.২ মি.মি. লম্বা ডিম থেকে বের হওয়ার পর লার্ভাগুলো বেশ লম্বা দেখায়, পরে স্ত্রী লার্ভা হলদে সবুজ বা ঘন সবুজ বর্ণের এবং পুরুষ লার্ভাগুলো হলদে বাদামি বর্ণ ধারণ করে। লার্ভাগুলো খুব আস্তে আস্তে চলাচল করে, খুব একটা দূরে যায় না।

ক্ষতির প্রকৃতি : লার্ভা এবং পূর্ণ বয়স্ক মাইট গাছের কোষ ছিদ্র করে রস শোষণ করে এবং বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। গাছে খাদ্য তৈরি এবং পানি স্বাভাবিক প্রবাহ বিঘি্নত হয়। পাতা সরু, ফ্যাকাশে, মোচড়ানো এবং নিচের দিকে বাঁকানো হয়। পাতা চামড়ার মতো হয়ে যায় এবং শিরাগুলো মোটা হয়। পাতা এবং কচি কাণ্ড লালচে বর্ণের হয়। ফুলের কুঁড়ি বাঁকানো এবং মোচড়ানো হয়। গাছের বৃদ্ধি বিঘি্নত হয়, কচি গাছের আকার ছোট হয় এবং বয়স্ক গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ঝরে পড়ে। ফল বিকৃত, ক্ষতবিশিষ্ট, অপরিপক্ব এবং অসম আকৃতির হয়। ফলের উৎপাদন এবং বাজার মূল্য কমে যায়। সাধারণত নতুন পাতা এবং ছোট ফলে মাইট বেশি দেখা যায় কারণ এ পোকা শক্ত টিস্যু খেতে পারে না। লার্ভা এবং পূর্ণ বয়স্ক মাইটগুলো পাতার নিচের দিক খেতে বেশি পছন্দ করে। এ পোকা মরিচ ছাড়াও তুলা, বেগুন, পেয়ারা, লেবু জাতীয় ফসল, পাট, পেঁপে, আলু, টমেটো, আম, বরবটি, তিল, আঙ্গুরসহ বিভিন্ন ফসল এবং বিভিন্ন শোভা বর্ধনকারী গাছেও আক্রমণ করে থাকে।

জীবনচক্র : এ পোকার জীবনচক্রের চারটি ধাপ_ ডিম, লার্ভা, পিউপা (নিম্ফে) এবং পূর্ণ বয়স্ক। মাত্র ৪-৬ দিনে এ পোকা ডিম থেকে পূর্ণ বয়স্ক মাইটে পরিণত হয়। পূর্ণ বয়স্ক স্ত্রী মাইট নতুন বৃদ্ধিপ্রাপ্ত পাতার নিচে একটি একটি করে (প্রতিদিনে ২-৫টি) প্রায় ২০-৫০টি ডিম পাড়ে। এভাবে ৮-১৩ দিন ডিম দেওয়ার পর এ পোকা মারা যায়। ডিমগুলো অত্যন্ত ক্ষুদ্র, প্রায় ০.৭ মি.মি. লম্বা, ২-৩ দিন পর ডিম ফুটে লার্ভা বের হয়। এরা যৌন মিলন ছাড়াও ডিম দেয়, তবে সে ডিম থেকে শুধু পুরুষ বাচ্চা হয়। লার্ভাগুলো ২-৩ দিন খাওয়ার পর পিউপায় পরিণত হয়। পিউপাগুলো স্থির অবস্থায় থাকে। কোনো খাদ্য গ্রহণ করে না। এ ধাপে এর চার জোড়া পা থাকে। ২-৩ দিন পর পোকা পূর্ণ বয়স্ক মাইটে পরিণত হয়। স্থির স্ত্রী পিউপগুলো পুরুষ মাইটের কাছে খুবই আকর্ষণীয়। এ পোকা স্ত্রী পিউপাকে (নিম্ফ) বহন করে নতুন পাতায় নিয়ে যায়। ধারণা করা হয় পুরুষ মাইট স্ত্রী মাইটকে মিলন পূর্ববর্তী পাহারা প্রদান করে। যখন পিউপা ধাপ থেকে পূর্ণ বয়স্ক স্ত্রী পোকায় পরিণত হয় তখনই পুরুষটি এর সঙ্গে মিলিত হয়।

দমন ব্যবস্থাপনা : মরিচ উৎপাদনের জন্য ছায়ামুক্ত স্থান নির্বাচন করতে হবে। ফল সংগ্রহের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে সংগ্রহকারীর কাপড় এবং শরীর দ্বারা মাইটগুলো আক্রান্ত গাছ থেকে অনাক্রান্ত গাছ বা ক্ষেতের মধ্যে ছড়াতে না পারে। বিভিন্ন অপোষক ফসলের সঙ্গে আন্তঃফসল করতে হবে এবং এর শস্য পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে। সেচ প্রয়োগের মাধ্যমে এর আক্রমণ কমানো সম্ভব।

তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২৭-১১-২০১০

কৃষি পদক পেলেন আনছার উদ্দিন মোল্লা


উপজেলা পর্যায়ে কৃষি উন্নয়নে অবদানের জন্য স্বীকৃতি পেলেন বাউফল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা। সিডরে ক্ষতিগ্রস্ত কৃষি পরিবারের খাদ্য ঘাটতি পূরণে সক্ষম, কৃষকের পাশে থেকে পরামর্শসহ ৫ শতাধিক প্রান্তিক কৃষকের উন্নয়নে সক্ষম হয়েছেন। অর্জন করেছেন আইএফডিসি পদক। বাউফল উপজেলার কনকদিয়া গ্রামে তার বাড়ি। দক্ষিণাঞ্চলে সিডরে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার জন্য কৃষি প্রশাসন, কৃষি বিভাগ ও মিডিয়া এবং কৃষকদের (আইএফডিসি) পদক দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় ও ইউএসএআইডির সহযোগিতায় গত ২৩ নভেম্বর বরিশাল ক্লাব মিলনায়তনে বিভাগীয় কমিশনার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন পদক বিতরণ করেন। বাউফল উপজেলার ৩৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্য থেকে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং নগদ টাকা গ্রহণ করেন আনছার উদ্দিন মোল্লা। এর আগে কৃষি অধিদফতর থেকে স্মল ফার্মার সনদ লাভ করেন। কৃষি বিষয়ে ডিপ্লোমা পাসের পর ব্যাচেলর অব এগ্রিকালচারাল অ্যান্ড অ্যাডুকেশন ডিগ্রি অর্জন করেন তিনি। তার চাকরির বয়সে ১০ সহস্রাধিক কৃষকের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়। জানা গেছে, পুরস্কৃত আনছার উদ্দিন গোসিংগা এলাকায় ১২শ কৃষি পরিবার নিয়ে বিভিন্ন উদ্বুদ্ধমূলক কাজ করছেন। তিনি ৮টি মিশ্র ফলের বাগান, ২টি আদা প্রদর্শনী, ২টি দ্রুতবর্ধন ফলের বাগানসহ শতাধিক শাক-সবজি নার্সারি তৈরি করতে কৃষককে সহযোগিতা করেছেন। এর পাশাপাশি ৮টি আইপিএম ক্লাব গড়ে তোলেন।

তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২৭-১১-২০১০

হাজার হেক্টরে বোরোর আবাদ নিয়ে সংশয়

Friday, November 26, 2010


বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিমপাড় নিলার খালের মুখের স্লুইসগেট থেকে বড়ইভিটা পর্যন্ত খালের নিলার এলাকায় বাঁধ নির্মাণ করছে আওয়ামী লীগ-বিএনপির নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি। প্রতিবাদে শত শত কৃষক বিক্ষোভ করেছেন। বাঁধটি নির্মিত হলে সাতলা ইউনিয়নের চারটি গ্রামের প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো আবাদ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান মোল্লা, আওয়ামী লীগের নেতা রতন সমাদ্দার, টুটুল হাওলাদার, টুটুল বিশ্বাস, ইদ্রিস আলী, সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারসহ শতাধিক প্রভাবশালী পশ্চিম সাতলা মৎস্য সমিতি-২ গঠন করে গত জুলাইয়ে সাতলা এলাকার প্রায় এক হাজার হেক্টর জমিতে মাছ চাষ শুরু করেন। এ জন্য বিএনপির নেতা ইলিয়াছ হাওলাদারকে সভাপতি ও আওয়ামী লীগের নেতা রতন সমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা মৎস্য ঘেরে ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। পাঁচ মাসের ব্যবধানে ওই ঘের থেকে এক কোটি ৪৯ লাখ ৪৫ হাজার টাকার মাছ বিক্রি করা হয়েছে।

ঘেরের আওতায় থাকা ভুক্তভোগী কৃষক ফারুক মোল্লা, রফিকুল ইসলাম, কাইয়ুম ভাদ্রিসহ সাধারণ কৃষকেরা অভিযোগ করেন, পশ্চিম সাতলা মৎস্য সমিতি-২-এর নামে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা প্রায় ৮০০ হেক্টর জমির ১০ হাজার কৃষককে ভয়ভীতি দেখিয়ে মৎস্য চাষে বাধ্য করেছেন। ঘেরের জমিতে শুধু বোরোর আবাদ হয়। এই আবাদই এ অঞ্চলের কয়েক হাজার কৃষকের একমাত্র ভরসা। বোরোর বীজতলা তৈরির উপযুক্ত সময় এখনই। কিন্তু প্রভাবশালীরা সাতলা ইউনিয়নের পশ্চিমপাড় নিলার খালের মুখে স্লুইসগেট থেকে বড়ইভিটা পর্যন্ত খালের নিলার এলাকায় বাঁধ নির্মাণ শুরু করেছেন। এটি নির্মিত হলে ঘেরের মধ্যে থাকা জমির পানি নামতে দেরি হবে। ফলে বীজতলা তৈরি করা যাবে না। তাছাড়া বোরো চাষের মৌসুম শুরু হলে সেচের অভাব দেখা দেবে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, গত ২৩ নভেম্বর মৎস্য কমিটির নেতারা বাঁধ তৈরির কাজ শুরু করলে শত শত সাধারণ কৃষক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এতে কাজ সাময়িকভাবে বন্ধ করা হলেও নতুন করে বাঁধ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন মৎস্য কমিটির নেতারা। সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হাওলাদার জানান, এ বাঁধ নির্মিত হলে হাজার হাজার কৃষকের সর্বনাশ হয়ে যাবে। বোরোর চাষ করতে না পারলে শত শত কৃষক পরিবারকে অর্ধাহার-অনাহারে থাকতে হবে।

পশ্চিম সাতলা মৎস্য সমিতি-২-এর সভাপতি বিএনপির নেতা ইলিয়াছ হাওলাদার, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের নেতা রতন সমাদ্দার কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, জোরপূর্বক নয়, অধিক মুনাফা পেয়ে কৃষকেরা নিজেদের ইচ্ছায় মাছ চাষে যুক্ত হয়েছেন। একটি মহল অনৈতিক আর্থিক সুবিধা না পেয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। বাঁধ নির্মাণ শুরুর কথা স্বীকার করে তাঁরা বলেন, কাজ আপাতত বন্ধ রয়েছে। কৃষকেরা বাধা দিলে বাঁধ নির্মাণ করা হবে না।
উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বিশ্বাস বলেন, মহল বিশেষের বাঁধ নির্মাণের প্রচেষ্টার কথা তিনি শুনেছেন, কিন্তু এখনো কোনো অভিযোগ পাননি। একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার।

তথ্য সূত্রঃ প্রথম আলো, তারিখ: ২৬-১১-২০১০

চীন ঘুরে তারা আবার হাকালুকিতে

Sunday, November 21, 2010


পিঠে ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট ট্রান্সমিটার বেঁধে দেওয়া ১৬টি পরিযায়ী পাখির দুটিকে হাকালুকি হাওরে চিহ্নিত করা গেছে সম্প্রতি। গত মার্চে মৌলভীবাজারের হাকালুকি হাওরে ট্রান্সমিটার বেঁধে ছাড়ার পর হিমালয়ের কোলে চীনের চিংদু হ্রদে উড়ে গিয়েছিল ওরা।
চিংদু হ্রদে এখন তীব্র ঠান্ডা। সেই মারাত্মক শীতের কামড় থেকে বাঁচতে দুটি পাখি প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও আশ্রয়ের জন্য ছুটে এসেছে নাতিশীতোষ্ণ বাংলায়। বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি পাখি পর্যবেক্ষক ইনাম আল হক দুটি পাখির হাকালুকিতে আসার কথা নিশ্চিত করেছেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থায়নে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে চলতি বছরের ২ থেকে ১১ মার্চ হাকালুকি হাওরের কয়েকটি জলাশয়ে পরিযায়ী পাখি নিয়ে গবেষণা হয়। এতে স্থানীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। গবেষণাকালে গতিবিধি পর্যবেক্ষণ করতে নয়টি চখা-চখি, চারটি খুন্তে হাঁস ও তিনটি গিরি হাঁস ধরে তাদের পিঠে ওই খুদে স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করে ছেড়ে দেওয়া হয়।
ট্রান্সমিটারের বদৌলতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে পাখিগুলোর অবস্থান জানা যেত। সেখান থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সূত্র জানায়, হাকালুকিতে ছাড়ার পর ক্রমে ওই পাখিগুলো হিমালয় পর্বতমালার চীনা অংশে অবস্থিত চিংদু হ্রদে চলে যায়। প্রাপ্ত তথ্যমতে, গত জুন থেকে সেখানে ছয়টি পাখি অবস্থান করছিল। বাকি ছয়টির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ইনাম আল হক গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে ট্রান্সমিটার বহনকারী দুটি পাখিকে হাকালুকিতে দেখা গেছে। এরা চখা-চখি জাতের। ওই দুটি পাখি প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে।’
বাকি পাখিগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ইনাম আল হক। তিনি বলেন, ‘গত জুনে চীনের চিংদু হ্রদের কাছের আবাসস্থলে ওই পাখিরা ডিম দিয়েছিল। ডিম দেওয়ার পর পাখিদের নতুন পালক জন্মায়। পিঠের ট্রান্সমিটার নতুন পালকে ঢেকে গেলে এটি থেকে কোনো সংকেত পাওয়া সম্ভব নয়। এমন কিছু হতে পারে। তবুও তাদের ফিরে আসার ব্যাপারে আমরা আশাবাদী।

দুর্বৃত্তরা কেটে ফেলল ২০০ মেহগনি গাছের চারা


গোপালগঞ্জ শহরতলীর পোদ্দারের চর গ্রামে ২০০ মেহগনি গাছের চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার রাতে গাছের মালিক মো. শাহজাহান কবীর গোপালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
মো. শাহজাহান কবীর জানান, তিনি ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী সম্প্রতি তাঁদের সঞ্চিত টাকায় ওই গ্রামে ২৩ শতাংশ জমি কেনেন। সেখানে আগে থেকেই ২০০ মেহগনি গাছ লাগানো ছিল। গাছগুলোর বয়স দুই বছর। শত্রুতা করে কেউ সব গাছ কেটে ফেলেছে। মো. শাহজাহান কবীর বলেন, ‘আমার পাশের জমিতেও কয়েক শ গাছের চারা রয়েছে। সেগুলো কেউ কাটেনি। ওই এলাকার মানুষও কেউ আমার পরিচিত নয়। তাই কারও সঙ্গে শত্রুতাও নেই।’ পাশের গোবরা গ্রামের চৌধুরী হাসান মাহমুদ বলেন, এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বলেন, ‘জমিটি আমার ছিল। জমিতে গাছ দেখে সম্প্রতি শাহজাহান কবীর ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী জমিটি কিনেছিলেন। জমিতে কোনো সমস্যা নেই। হাল পরচা আছে। ঘটনা যেই ঘটিয়ে থাকুক, এদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’ গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, মো. শাহজাহান কবীরের লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

তথ্য সূত্রঃ প্রথম আলো, তারিখ: ২১-১১-২০১০

হাঁস এনেছে হাসি

Saturday, November 20, 2010

নিজের খামারে হাঁসের খাবার দিচ্ছেন কাঞ্চন মিয়া

স্ত্রীর এক ভরি ওজনের স্বর্ণের হার বিক্রি করে ৫০টি হাঁস কিনে পালন শুরু করেন কাঞ্চন মিয়া। এসব হাঁসের ডিম বিক্রি করে জমানো ২০ হাজার টাকায় পরে তিনি সিলেটের মারকুলি থেকে ৩০০ হাঁস কেনেন। হাঁস পালনের জন্য গ্রামের সোয়াইজনি নদীর পারে গড়ে তোলেন অস্থায়ী খামার। এটি ১৯৯০ সালের কথা।
আর পেছন ফিরে তাকাতে হয়নি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা নিকলীর নগর গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়াকে। হাঁস পালন ভাগ্য বদলে দিয়েছে তাঁর। বর্তমানে তাঁর খামারে হাঁসের সংখ্যা দুই হাজার। আট হাজার টাকা মূলধন নিয়ে শুরু করা কাঞ্চনের এখন প্রতিদিন ডিম বিক্রি করেই আয় আট হাজার টাকা। তাঁকে দেখে উৎসাহিত হয়ে আরও অনেকে নদীর পারে অস্থায়ী খামার করেছেন। বদলেছেন দিন। অভাব দূর করে হয়েছেন সচ্ছল। অভাবের কারণে একসময় বিষণ্ন থাকা মুখে এসেছে হাসি।
বর্তমানে নিকলীর ওপর দিয়ে বয়ে চলা নরসুন্দা, সোয়াইজনি, ঘোড়াউত্রা ও ধনু নদীর পারে হাঁসের অস্থায়ী খামার রয়েছে চার শতাধিক, যা কয়েক শ পরিবারকে করেছে সচ্ছল। এসব খামারকে কেন্দ্র করে গড়ে ওঠা হাঁসের খাদ্য শামুক এবং হাঁসের ডিম বিক্রির ব্যবসা উপার্জনের পথ করেছে আরও কয়েক শ মানুষের।
যেভাবে শুরু: সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৫ সালে উপজেলার মঞ্জিলহাটি গ্রামের রহিম, নগর গ্রামের ইসরাইল ও আলী হোসেন তাঁদের বাড়িতে ৪০-৫০টি করে হাঁস পালন শুরু করেন। হাঁসের ডিম বিক্রি করে তাঁদের আয়ও হচ্ছিল ভালোই। হঠাৎ ‘ডাকপ্লেগ’ রোগে হাঁসগুলোর মৃত্যু তাঁদের হতাশ করে। কিন্তু তাঁদের হাঁস পালন উৎসাহিত করে কাঞ্চন মিয়াকে। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন অন্যরা।
কাঞ্চন মিয়া বলেন, ‘একসময় মানুষের জমিতে কামলা দিয়ে সংসার চালাতে হতো। এখন আমি সচ্ছল। আমি পড়াশোনা করতে পারিনি। কিন্তু তিন ছেলেমেয়েকে স্কুলে পড়াচ্ছি।’
নিকলীতে নদীর পারে গেলে দেখা যায় হাঁসের অসংখ্য অস্থায়ী খামার। কোনো খামারে ৫০০টি, কোনোটিতে এক হাজার এবং কোনোটিতে এর চেয়ে বেশি হাঁস রয়েছে। খামারগুলোর হাঁস দিনে নদীতে থাকে, নদী থেকে খাবার সংগ্রহ করে খায়। ছোট ছোট নৌকায় করে একজন বা দুজন হাঁসগুলোর ওপর নজরদারি করে। খামারিরা জানান, সন্ধ্যা হলে খামারের লোকজন হাঁসগুলোকে তাড়িয়ে বাঁশের বেড়ায় তৈরি অস্থায়ী খামারে নিয়ে যান। হাঁস ও ডিম চুরি ঠেকাতে রাতে কাছাকাছি তৈরি করা মাচায় থাকে খামারের লোকজন। দেখাশোনার জন্য প্রতিটি খামারে দু-তিনজন লোক রয়েছে।
খামারিরা জানান, অন্য এলাকার খামারগুলোতে হাঁসের খাবারের পেছনেই লাভের বড় একটা অংশ চলে যায়। নদীতে পর্যাপ্ত খাবার পাওয়া যায় বলে তাঁদের হাঁসের জন্য খাবার প্রায় কিনতেই হয় না। মাঝেমধ্যে তাঁরা শামুক কিনে হাঁসকে খাওয়ান। উন্মুক্ত পরিবেশে থাকায় ও প্রাকৃতিক খাবার পাওয়ায় এসব হাঁস অন্য এলাকার হাঁসের চেয়ে বেশি দিন ধরে ও বেশি ডিম দেয়। তাই তাঁদের খামারে লাভ বেশি। তাঁরা জানান, নদীর এক স্থানে খাবার ফুরিয়ে গেলে তাঁরা হাঁস ও অস্থায়ী খামারসহ নদীর অন্য স্থানে চলে যান। বর্ষাকালে নদীর পার পানিতে তলিয়ে গেলে খামারিরা হাঁসগুলো নিজেদের বাড়ি ও আশপাশে নিয়ে আসেন। এ সময় হাঁসের পুরো খাবার কিনতে হয় বলে খামারিদের লাভ কমে যায়। বদ্ধ পরিবেশের কারণে হাঁসের ডিম দেওয়ার ক্ষমতাও কমে যায়। বর্ষার পানি কিছু কমলেই খামারিরা হাঁস নিয়ে আবার নদীর পারে অস্থায়ী খামারে চলে যান।
খামারিদের তথ্যানুযায়ী, এক হাজার হাঁসের একটি খামারে প্রতিদিন গড়ে ৯০০ ডিম হয়। এতে সব খরচ বাদ দিয়ে দৈনিক কমপক্ষে চার হাজার টাকা আয় হয়।
ভাগ্য বদলেছে যাঁদের: মহরকোনা গ্রামের জিল্লু মিয়ার (৩৫) চলতে হতো ধারদেনা করে। ১০ বছর আগে স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে ৩৫০টি হাঁস দিয়ে খামার শুরু করেন তিনি। বর্তমানে তাঁর খামারে তিন হাজার হাঁস রয়েছে। এই খামারের আয় দিয়ে তিনি হাওরে ১৫ একর জমি কিনেছেন। তিনি বলেন, ‘হাঁস পালনই আমাকে সুদিন এনে দিয়েছে।’ হাঁসের খামার করে তাঁর মতো দারিদ্র্যকে জয় করেছেন আয়ুব আলী (৬৫), আবু কালাম (৩৫), সাইফুল (৩০), গিয়াস উদ্দিন (৫০), আলী ইসলাম (৪০), নূরু ইসলাম (৪২), নাসু মাঝি (৩৮), সোনালী (৩৫), করম আলী (৩০), উসমান (৩২), কুদ্দুস মিয়াসহ (৩৬) আরও অনেকে।
তিন বছর আগে ১৮ জন হাঁসের খামারি নিকলী নতুন বাজারে গড়ে তোলেন ‘হাঁস সমিতি’। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে সমিতির সাধারণ সম্পাদক করম আলী বলেন, ‘খামারে হাঁসের রোগ দেখা দিলে টাকা দিয়ে চিকিৎসক আনতে হয়। ওষুধও পাওয়া যায় না।’
হাঁসের খাবারের জন্য খামারিরা প্রতি খাঁচা শামুক কেনেন ১০ টাকা করে। নদী থেকে এই শামুক ধরে খামারিদের কাছে বিক্রি করে সংসারের অভাব দূর করেছেন হারুন, দেনু, মাহবুব ও বাহার উদ্দিনসহ অনেকে। তাঁরা জানান, নিকলীতে শামুক শিকার করা দুই শতাধিক নৌকা রয়েছে। প্রতি নৌকায় থাকে তিনজন।
নিকলীর খামারগুলোর ডিম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীতে যায়। ডিম ব্যবসায়ী করিম, বিল্লাল, নাছির, আলাউদ্দিন ও করম আলী জানান, তাঁরা প্রতিদিন ঢাকার ঠাটারীবাজারের বিভিন্ন আড়তে প্রায় দুই লাখ ডিম বিক্রি করেন। এতে তাঁদের কর্মসংস্থান হয়েছে।
জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্য: নিকলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, ‘নিকলীর নদীর পারগুলোতে যেভাবে হাঁসের খামার গড়ে উঠেছে তা দেখে খুব ভালো লাগে। শুধু সদর ইউনিয়নেই খামার আছে দুই শতাধিক।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, ‘ওষুধের সরবরাহ কম থাকায় খামারিদের ওষুধ দিতে পারি না। লোকবল কম থাকায় ঠিকমতো খামারগুলো পরিদর্শন করাও সম্ভব হয়ে ওঠে না।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পর্যাপ্ত ওষুধ না থাকায় খামারিদের অসুবিধার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তথ্য সূত্রঃ প্রথম আলো (তারিখ: ২০-১১-২০১০)

ফসল হারানোয় হাওর পারে আনন্দ নেই

Wednesday, November 17, 2010


গত বোরো মৌসুমে অকাল বন্যায় কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরপারের কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে এসব এলাকার অনেক কৃষকের মধ্যে ঈদুল আজহার আনন্দ নেই। ফসল হারানোর কারণে কোরবানি দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। অনেকের অবস্থা এতটাই শোচনীয় যে তাঁরা সন্তানদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে পারছেন না।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার হোসেন জানান, গত বোরো মৌসুমে কাঞ্চনপুর হাওরে তিনি-চার একর জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু অকাল বন্যায় খেত তলিয়ে যাওয়ায় তিনি ঘরে ধান তুলতে পারেননি। এ কারণে এবার কোরবানি দেওয়া সম্ভব হবে না।
ইটনা উপজেলা সদরের ফজলু মিয়া জানান, গত বোরো মৌসুমে ধনপুর হাওরে তাঁর ছয় একর জমির ধান আগাম বন্যায় তলিয়ে যাওয়ায় সাত সদস্যের পরিবার নিয়ে তিনি বিপাকে পড়েছেন। এ কারণে এবার কোরবানি দেওয়া সম্ভব হবে না।
নিকলী উপজেলার দামপাড়া গ্রামের কৃষক আবু আক্কাছ জানান, ধান হারিয়ে এ গ্রামের কয়েক শ পরিবারের মধ্যে ঈদের আনন্দ নেই। কারণ একমাত্র বোরো ধানের ওপর নির্ভরশীল হাওরের মানুষ। ধান নেই তাই তাঁদের ঈদও নেই।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, হাওরের চারটি উপজেলায় যেসব পরিবার আগাম বন্যায় ধান হারিয়েছে, তাদের মধ্যে ঈদের আনন্দ নেই। তার পরও প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করার চেষ্টা করছি।
মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান ও ইটনা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন জানান, গত বোরো মৌসুমে সারা হাওরে ৬০ ভাগ ফসল পানিতে তলিয়ে যায়। তাই হাওরপারের অনেকেই কোরবানি দিতে পারছেন না।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফসল হারানো নলুয়ার হাওরপারে অবস্থিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কৃষক পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ নেই। নলুয়ার হাওরপারের ভুরাখালী গ্রামের কৃষক মাসুক মিয়া বলেন, ফসল হারিয়ে খেয়ে না-খেয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোরকম বেঁচে আছি। ঈদ কীভাবে করব, তা নিয়ে ভাবার অবকাশ নেই।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ফসল হারানোর কারণে হাওরপারের লোকজনের মধ্যে ঈদের আনন্দ নেই।

তথ্য সূত্রঃ প্রথম আলো (তারিখ: ১৬-১১-২০১০)

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন