কবিতায় আমি বাংলাদেশের কথা বলি

Sunday, July 11, 2010

কাজী মশহুরুল হুদা

বাংলাদেশের আমি একজন বাংলাদেশি
বাংলাদেশ আমি তোমায় মনে প্রাণে ভালোবাসি
আমি আমার বাংলাদেশের বাঙ্গালি ।
চিন্তার মাঝে তুমি আমার বাংলাদেশ
চেতনার সাথে তুমি বাংলাদেশ
মনের ভেতর তুমি বাংলাদেশ
হƒদয় জুড়ে তুমি আমার বাংলাদেশ
কবিতায় আমি বাংলাদেশের কথা বলি ।

বিদেশ বিভূইয়ে বসে আমি একজন বাংলাদেশি
মনে প্রাণে আমি তোমায় ভালোবাসি
তুমি আমার মায়ের বাংলাদেশ
আমার জন্মের বাংলাদেশ ।
কবিতায় আমি বাংলাদেশের কথা বলি
মুক্তিযুদ্ধের কথা বলি স্বাধীনতার কথা বলি
তুমি আমার গ্রাম বাংলার বাংলাদেশ
সুুন্দর বনের বাংলাদেশ
ক্ষেত খামারের বাংলাদেশ
টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার সোনার বাংলাদেশ
স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ভাষানীর বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ,বাঙ্গালির বাংলাদেশ
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের বাংলাদেশ
বাংলাদেশির বাংলাদেশ
একুশের বাংলাদেশ,বর্ণমালার বাংলাদেশ
কবিতায় আমি বাংলাদেশের কথা বলি
দেশ-বিদেশে আমরা সবাই বাংলাদেশের বাঙ্গালি ।

নজরুলের আধুনিক গান নিয়ে অ্যালবাম

নজরুলের আধুনিক গান নিয়ে একটি অ্যালবাম তৈরি করছেন অজয় মিত্র। এতে মোট ১৫টি গান থাকছে। গানগুলো তুলনামূলক কম প্রচলিত। নজরুলের আসছে মৃত্যুবার্ষিকীতে অ্যালবামটি বাজারে আসবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো চূড়ান্ত হয়নি। অজয় মিত্রের সংগীতায়োজনে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল, শারমিন সাথী ইসলাম ময়না, নাসিমা শাহীন ফেন্সি, ছন্দা চক্রবর্তী, প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী, রেজাউল করিম ও আশীষ কুমার সরকার। কয়েকটি গানের শিরোনাম 'মোরে ভালোবাসায় ভুলিয়ো না', 'তুমি আমার সকালবেলার সুর', 'আবার ভালোবাসার সাধ জাগে', 'ভীরু এ মনের কলি', 'তুমি শুনিতে চাও কি', 'আমি চিরতরে দূরে চলে যাব', 'মনে পড়ে আজ সে কোন জনমে' প্রভৃতি। এ প্রসঙ্গে অজয় মিত্র বলেন, 'এ গানগুলো নজরুলের আদি সুরের। পুরনো রেকর্ড শুনে সেভাবেই গানগুলো তৈরি করার চেষ্টা করছি। সংগীতায়োজনে কিছুটা নতুনত্ব আনা হয়েছে।'

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন