মাছ চাষ করে স্বাবলম্বী

Tuesday, February 7, 2012



সুযোগ ও উদ্যম থাকলে যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার উদাহরণ সৃষ্টি করেছেন নওগাঁর জাহাঙ্গীর আলম (৩০)। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হলেও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্বাবলম্বী করার চেষ্টা করছেন গ্রামের আরও ৫০জন দরিদ্র পরিবারের তরুণকে। পুকুর পাড়ে লাগিয়েছেন প্রায় ২৫০টি কলা গাছ। তিনি বলেন 'প্রথমে এলাকার তরুণদের সংগঠিত করে একটি সমবায় সমিতি গঠন করি। এরপর একটি পুকুরের ঝোঁপঝাড় পরিষ্কার ও পানি শোধন করে তাতে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ি এবং পুকুর পাড়ে প্রায় ২৫০টি দেশীয় মানিক কলার গাছ লাগাই। বর্তমানে পুকুরে থাকা প্রতিটি মাছের ওজন দেড় থেকে দুই কেজি। এ মুহূর্তে মাছ বিক্রি করলে প্রায় দেড় লাখ টাকার মাছ বিক্রি হবে।' গাছের দাম তো রয়েছেই। তার সফলতা এলাকায় অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে।

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন