দেশের সার্বিক উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘের কৃষি নীতি অনুসারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো ২০০৮ সালের ১১ মে থেকে ২৫ মে পর্যন্ত শুমারি দেখা যায়। মূলত দ্রুত নগরায়ন ও অফ মৌসুমে কাজের অভাবে ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি খুলনা ও সিলেট বিভাগে। বিশেষজ্ঞদের মতে, সিলেটে প্রবাসী অর্থের সরবরাহ বেশি থাকার কারণে কৃষি জমিতে বিনিয়োগের আগ্রহ কমে যাচ্ছে। তথ্য মতে, ১৯৮৩-৮৪ সালে কৃষি শ্রমের উপর নির্ভরশীল পরিবার ছিল ৩৯.৭৭ শতাংশ। ক্রমাগত হ্রাস পেয়ে ২০০৮ সালের জরিপে মোট ৩১.১৩ শতাংশ নেমে আসে কৃষি শ্রমিক পরিবার। কৃষিকাজে সম্পৃক্ত সব মানুষের সমস্যাগুলোর মধ্যে অন্যতম বিষয় হল, উচ্চমূল্যে কৃষি উপকরণ ক্রয়। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া। অফ মৌসুমে কৃষকদের বিকল্প কাজের অভাব। পরিমিত মূল্যে মানসম্মত বীজ, কীটনাশক, সার সময়মতো পানির অভাব। ব্যাংকে কৃষি কাজে স্বল্প সুদে ঋণ ব্যবস্থা থাকলেও সক্রিয় ভূমিকার অভাবে এ সুবিধা থেকে বঞ্চিত অনেক কৃষক।তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ১১-১২-২০১০

Bangladeshi Taka Converter