ব্যাচ ড্রায়ার (ধান, গম, ভুট্টা শুকানোর যন্ত্র)

Saturday, August 7, 2010


কোনো কোনো সময়ে যন্ত্রটি ব্যবহার করা হয়: বর্ষা মৌসুমে অতি বৃষ্টির ফলে আলীম ড্রায়ার দিয়ে ধান, গম, ভুট্টা ইত্যাদি সহজে শুকানো যায়৷

যন্ত্রের বর্ণনা: ড্রায়ারের বক্সের ভেতরের ভ্যান এক্সিয়েল ফেনের মাধ্যমে ১৮০০ সি এফ এম প্রেসারে গরম বাতাস প্রবাহিত করে ঘন্টায় ৩০% থেকে ১০% আদ্র॔তা কমিয়ে ধান, গম, ভুট্টা ইত্যাদি স্বল্প খরচ সহজে শুকানো যায় এবং জ্বালানি হিসাবে ডিজেল ও চারকোল ব্যবহৃত হয়৷

যন্ত্রের কারিগরী বিবরণ:

* শক্তি: ৫-৮ অশ্বশক্তি
* তাপমাত্রার পরিমাণ: ৩০০-৫০০ সেঃ
* ওজন: ১.৫ মেঃ টঃ - ২.৫ মেঃ টঃ
* ক্ষমতা: ১০০০-২০০০ কেজি প্রতি শিফটে (২ ঘন্টা)
* আয়তন (দৈXপ্রXউ): ঌX১.২৫X১.২৫ মি. (±)

প্রস্তুতকারক: আলীম ইন্ডাস্ট্রিজ লি:

তথ্যসূত্র : দি-এডিটর

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন