জ্যাকটো স্প্রেয়ার

Saturday, August 7, 2010


ব্রাজিল থেকে আমদানীকৃত বাজারের সেরা জ্যাকটো স্প্রেয়ার যা ধান, চা, ইক্ষু, গোলআলু, শাকসবজি, আম, কলা ইত্যাদি কৃসিখামার বা বাগানে কীটপতঙ্গ, ছত্রাক এবং আগাছা সঠিকভাবে দমনের জন্য জ্যাকটোর তৈরী পিজে- ১৬ একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন স্প্রে মেশিনে। এই স্প্রে মেশিন অত্যন্ত নিভরযোগ্য.কার্যকরী এবং দীঘস্থায়ী।

"হস্ত চালিত সেপ্রয়ার, উন্নততর স্প্রেয়ার, সহজতর বারাই দমন"

পিজে- ১৬ সেপ্রয়ার এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ:

* এই স্প্রে মেশিনের ট্যাঙ্ক ১৬ লিটার ধারন ক্ষমতাসম্পন্ন। ট্যাঙ্কটি ঘন,পুরু পলিথিলিন দিয়ে তৈরী যা অত্যন্ত শক্ত ও মজবুত। ফলে ট্যাঙ্কটি দীঘস্থায়ী।
* কীটনাশক,ছত্রাকনাশক, আগাছানাশক বা তরল সার ব্যবহারের জন্য ভিন্ন ভিন নজেল লাগানো যায়। অথ্যাৎ কেবলমাত্র নজেল বদলিয়ে একই মেশিনের বহুমখী ব্যবহার সম্ভব।
* এই স্প্রে মেশিনের সাহায্যে একদিকে যেমন বালাইনাশক সূক্ষ্ম কনার ন্যায় সেপ্র করা যায অন্যদিকে তেমনি প্রায় ১৮ পুট পযন্ত উচ্চতায় সেপ্র পৌছানো সম্ভব হয়। ফলে শাকসবজি চওড়া মাচায়, আমগাছে বা কলা বাগানে সেপ্র করার জন্য এই মেশিনে অত্যন্ত উপযোগী।
* এই স্প্রে মেশিনের ট্রিগারে বিশেষ ব্যবস্থা আছে যার ফলে অবিরাম সেপ্র করা যায়।
* এই স্প্রে মেশিনের †P¤^vi - এর সাথে একটি এজিটেটর সংযুক্ত আছে। লিভার উঠানামার সাথে সাথে এজিটেটরটি ট্যাঙ্কের ভিতরে উঠানামা করতে থাকে। ফলে কখনই কোন বালাইনাশক ট্যাঙ্কের নীচে তলানী হিসেবে জমা হতে পারে না এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই মাত্রায় স্প্রে হতে থাকে।

বিক্রয়োক্তর সেবা:

* স্প্রেয়ার ক্রয়কারীন সময়ে বিনামূল্যে এক সেট অতি প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ এবং বিক্রয়োক্তর সেবার কার্ড সরবরাহ।
* ক্রয়ের তারিখ হতে এক বছর পর্যন্ত কোনরুপ এুটি দেখা দিলে বিনামূল্যে তা মেরামতের নিশ্চয়তা।
* সার্বক্ষণিক খুচরা যন্ত্রাংশ সরবরাহের নিশ্চয়তা।

তথ্যসূত্র : দি-এডিটর

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন