আপেল জামরুল

Monday, August 23, 2010


আপেল জামরুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে উৎপাদিত লাল রঙের মনোলোভা এ ফলটি 'আপেল জামরুল' নামে পরিচিত, যার প্রাতিষ্ঠানিক নাম এফটিআইপি বাউ জামরুল-২।
প্রতিটি ফলের ওজন ২০ থেকে ৪০ গ্রাম। এই গাছ বছরে দুইবার একই পরিমাণ ফল ধারণ করে। এক থোকায় দুই থেকে ১০টি ফল থাকে। প্রতি একক জমিতে দেশি জামরুলের চেয়ে তিন গুণের বেশি গাছ লাগানো যায়। অর্ধড্রামে বাণিজ্যিকভাবেও চাষ সম্ভব। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুল আসে এবং মে-জুন মাসে ফল পাকে।

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন