স্ট্রবেরি চাষে নেত্রকোনায় সফলতার নায়ক ইউনুস

Saturday, August 7, 2010


সুস্বাদু ও পুষ্টিকর ফল ‘স্ট্রবেরি’ চাষে সফলতা পেয়েছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের কৃষক ইউনুস খান।

অল্পশিক্ষিত কৃষক ১০ শতক জমিতে শখের বশে প্রথমে গড়ে তোলেন স্ট্রবেরি বাগান। আর তিনি এ চাষে উৎসাহ পান বাংলাদেশ টেলিভিশনে শাইখ সিরাজের ‘কৃষি দিবানিশি’ অনুষ্ঠান থেকে। তার এ সফলতায় এলাকার অনেকেই স্টবেরি চাষে উৎসাহী হয়ে উঠছেন।

সফল কৃষক ইউনুস জানান, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও স্ট্রবেরি চাষে হাত দেন তিনি। স্ট্রবেরি চাষ ব্যয় বহুল এবং এ চাষে সফল হবেন কিনা দ্বিধায় ছিলেন প্রথমদিকে। তার দুশ্চিন্তা ছিল বিশেষ করে আবহাওয়া ও মাটির রকমভেদ নিয়ে। এরপরও তিনি স্ট্রবেরি চাষ করে সফলতার মুখ দেখেন বলে জানান ইউনুস।

আলু, টমেটো চাষের পাশাপাশি ১০ শতক জমিতে স্ট্রবেরি চাষ শুরু করেন বলে জানান তিনি। বলেন, গত নভেম্বর-ডিসেম্বর মাসে ১০ শতক জমিতে স্ট্রবেরির ১ হাজার ২শ’ চারা রোপন করি।

ইউনুস জানান, মাত্র ৪ মাসের পরিশ্রমে ১ লাখ ৫০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করে লাভের মুখ দেখেন তিনি। আর এর উৎপাদন খরচ হয়েছে ১২ হাজার টাকা। স্ট্রবেরি চাষে এ সফলতা তার জীবনে আয়ের নতুন দুয়ার খুলে দিয়েছে বলেও জানান ইউনুস।

কৃষিবিদ দিলীপ সেন জানান, স্ট্রবেরি লাভজনক হলেও ফলটি বাজারজাত করণে প্রতিবন্ধকতা রয়েছে। ব্যাংক ঋণের সুবিধা পেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে উঠতে পারতেন।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. সিরাজ আলী বলেন, জেলায় শখের বশে কজন কৃষক স্ট্রবেরি চাষ শুরু করেন। স্ট্রবেরি চাষ বৃদ্ধির জন্য উদ্যোগ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

তথ্যসূত্র : দি-এডিটর

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন