কমে যাচ্ছে গমের আবাদ

Saturday, August 7, 2010


এক সময় শীতের সকাল আর সন্ধ্যার আগের মুহূর্তে সদ্য বপনকৃত গম ক্ষেতে পাখি তাড়ানোর দৃশ্য চোখে পড়ত। গম ক্ষেতের গজানো ছোট্ট গাছ উপড়ে খাওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি ভিড় জমাত। আর এ পাখি তাড়ানোর জন্য ক্ষেত মালিকরা ছোট ছেলেমেয়েদের ক্ষেতের আইলে রাখত। আর অনেক সময় মানুষ আকৃতি করে কলাগাছে রং ও কাপড় পরিয়ে রাখা হতো, তা দেখে পাখিরা ভয়ে ওই জমিতে পড়ত না। কিন্তু কালের আবর্তে গাইবান্ধা তথা উত্তরাঞ্চলে আর তা চোখে পড়ে না। ৫ ভাগের এক ভাগ জমিতেও আর গম চাষ করে না এলাকার কৃষকরা। ফলন কমে যাওয়ায় অন্যান্য লাভজনক আবাদে ব্যস্ত হয়ে পড়েছে তারা। অথচ বিজ্ঞানভিত্তিক ও নিয়মতান্ত্রিক উপায় অবলম্বন করলে গম চাষে ব্যাপক সাফল্য পাওয়া সম্ভব বলে কৃষিবিদরা জানান। মাত্র ৫ বছর আগেও এ জেলায় প্রায় ৮ থেকে ১০ হাজার একর জমিতে গম চাষ হতো। প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ৬ থেকে ৭ মণ গম পাওয়া যেত। বর্তমানে দু’চার গ্রাম খুঁজেও গমের আবাদের দৃশ্য চোখে পড়ে না। জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভেজাল বীজ, প্রতিবারই আবহাওয়া অনুকূলে না থাকা ও ফলন অনেক কমে যাওয়াই এ আবাদের প্রতি অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলন কমে যাওয়ায় উত্পাদন খরচও ওঠে না বলে জানান তারা। এসব কারণে গমের আবাদি জমিগুলোতে ভুট্টা, আখ, বিভিন্ন জাতের ডাল ও ধান চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা।

তথ্যসূত্র : দি-এডিটর

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন