চ্যানেল আই কৃষি পদক পাচ্ছেন টাঙ্গাইলের আবদুল আজিজ

Sunday, August 8, 2010

চলতি বছর চ্যানেল আই কৃষি পদক পাচ্ছেন টাঙ্গাইলের আবদুল আজিজ। আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পদক তুলে দেবে ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষ। চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাঁকে দেওয়া হবে এক লাখ টাকা। এ ছাড়াও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর কৃষি পদকের সঙ্গে এবার যোগ হচ্ছে আজীবন সম্মাননা।
গতকাল শনিবার ইমপ্রেস টেলিফল্ম কর্তৃপক্ষ চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বার্তা) শাইখ সিরাজ এবং হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের গবেষক আদিত্য শাহীন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ একুশে ফেব্রুয়ারি চ্যানেল আই কৃষি পদক সাত বছরে পদার্পণ করছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের কৃষক আবদুল আজিজ। তিনি ছিলেন একজন ট্রাকচালক। দেশের বিভিন্ন অঞ্চলে তিনি মালামাল বহন করেছেন। পরিচিত হয়েছেন নানা অঞ্চলের মানুষের সঙ্গে। একসময় তাঁর মনে হয় যে পৈতৃক ভিটায় তিনি চাষাবাদ করবেন। যেমন কথা তেমন কাজ। বিভিন্ন স্থান থেকে ফলের চারা সংগ্রহ করে তিনি তাঁর নিজের জমিতে রোপণ করেন। নানারকম ফলের গাছ লাগান তিনি। আট একর জায়গার ওপর তৈরি এই ফলের বাগানকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে পশু, দুই পাখি ও তিন পথিকের জন্য। এভাবেই তাঁর ফলের বাগান আজ ওই অঞ্চলে হয়ে উঠেছে একটি আদর্শ বাগান।
সংবাদ সম্মেলনে আবদুল আজিজের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আজীবন সম্মাননা কে পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিনই ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সূত্র: প্রথম আলো

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন