বন্ধুসভার রবীন্দ্রনাথ মল্লিক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন

Sunday, August 8, 2010

ডুমুরিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, খুলনা বেতারের শিল্পী ও প্রথম আলো বন্ধুসভার ডুমুরিয়া উপজেলা কমিটির সহসভাপতি রবীন্দ্রনাথ মল্লিক এ বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হয়েছেন। ২৬ জুলাই ঢাকার ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
সংগীতশিল্পী রবীন্দ্রনাথ মল্লিক মাটি ও মানুষকে ভালোবেসে ১৯৯০ সাল থেকে নিজের খরচে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে চলেছেন। এ ছাড়া গাছ লাগানো ও পরিবেশ সচেতনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করে থাকেন। তাঁর এসব কর্মকাণ্ড নিয়ে ইতিপূর্বে প্রথম আলোয় সচিত্র সংবাদ পরিবেশিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার কলেন, ‘রবীন তাঁর নিজের চেষ্টায় উত্তর ডুমুরিয়াকে বেশি বেশি সবুজ করেছেন। তিনি জাতীয় পুরস্কার পাওয়ায় আমরাও গর্বিত।

সূত্র: প্রথম আলো

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন