ভেজাল সার মেশানোর ঘটনায় ও সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে রাজশাহী জেলার বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. আলমগীর ও ঝাড়ুদার আতাউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। আলমগীর বর্তমানে পলাতক থাকায় তাঁকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় রাজশাহীর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালককে দায়িত্বে অবহেলার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।।
ভেজাল মেশানোর অভিযোগে বাগমারার সার ডিলার ছনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুস সালাম মণ্ডলের ডিলারশিপ ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’-এর অনুচ্ছেদ ১২.৪ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
১০ জুলাই প্রথম আলোতে ‘সারে ভেজাল মেশানোর সময় হাতেনাতে আটক’ শীর্ষক খবর প্রকাশের পর গতকাল রোববার কৃষি মন্ত্রণালয় এই ব্যবস্থাগুলো নিয়েছে বলে জানানো হয়।
সারে ভেজাল মেশানো বিষয়ে একটি সরেজমিন প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের একজন উপসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে মাঠপর্যায়ে আরও তদারকি বাড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের কৃষিবিষয়ক বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম এবং এসবের অনিয়ম নিয়ে সংবাদ পরিবেশনকে সব সময় স্বাগত জানানো হবে।
কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে
সূত্র: প্রথম আলো
সারে ভেজাল মেশানোয় কৃষি কর্মকর্তা বহিষ্কার, ডিলারশিপ বাতিল
Sunday, August 8, 2010
Labels:
কৃষি সংবাদ
Posted by
আমাদের রান্না
at
4:52 PM