কৃষি পদক পেলেন আনছার উদ্দিন মোল্লা

Tuesday, November 30, 2010


উপজেলা পর্যায়ে কৃষি উন্নয়নে অবদানের জন্য স্বীকৃতি পেলেন বাউফল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা। সিডরে ক্ষতিগ্রস্ত কৃষি পরিবারের খাদ্য ঘাটতি পূরণে সক্ষম, কৃষকের পাশে থেকে পরামর্শসহ ৫ শতাধিক প্রান্তিক কৃষকের উন্নয়নে সক্ষম হয়েছেন। অর্জন করেছেন আইএফডিসি পদক। বাউফল উপজেলার কনকদিয়া গ্রামে তার বাড়ি। দক্ষিণাঞ্চলে সিডরে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার জন্য কৃষি প্রশাসন, কৃষি বিভাগ ও মিডিয়া এবং কৃষকদের (আইএফডিসি) পদক দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় ও ইউএসএআইডির সহযোগিতায় গত ২৩ নভেম্বর বরিশাল ক্লাব মিলনায়তনে বিভাগীয় কমিশনার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন পদক বিতরণ করেন। বাউফল উপজেলার ৩৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্য থেকে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং নগদ টাকা গ্রহণ করেন আনছার উদ্দিন মোল্লা। এর আগে কৃষি অধিদফতর থেকে স্মল ফার্মার সনদ লাভ করেন। কৃষি বিষয়ে ডিপ্লোমা পাসের পর ব্যাচেলর অব এগ্রিকালচারাল অ্যান্ড অ্যাডুকেশন ডিগ্রি অর্জন করেন তিনি। তার চাকরির বয়সে ১০ সহস্রাধিক কৃষকের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়। জানা গেছে, পুরস্কৃত আনছার উদ্দিন গোসিংগা এলাকায় ১২শ কৃষি পরিবার নিয়ে বিভিন্ন উদ্বুদ্ধমূলক কাজ করছেন। তিনি ৮টি মিশ্র ফলের বাগান, ২টি আদা প্রদর্শনী, ২টি দ্রুতবর্ধন ফলের বাগানসহ শতাধিক শাক-সবজি নার্সারি তৈরি করতে কৃষককে সহযোগিতা করেছেন। এর পাশাপাশি ৮টি আইপিএম ক্লাব গড়ে তোলেন।

তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২৭-১১-২০১০

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন