সূর্যমুখী চাষ উৎপাদন প্রযুক্তি

Saturday, August 7, 2010


ফসলের নাম :সূর্যমুখী (Sunflower)

উদ্ভিদতাত্ত্বিক নাম : Hellianthus annus.

১. পুষ্টিমূল্য/উপাদান : বীজে লিনোলিক এসিড বিদ্যমান উন্নতমানের তৈল থাকে

২. ভেষজগুণ : হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী

৩. ব্যবহার :সূর্যমুখীর খৈল গর্ব মহিষের উৎকৃষ্টমানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এর বীজ ছাড়ানোর পর মাথাগুলো গর্বর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় গাছ পুষ্পস্তবক জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়

৪. উপযুক্ত জমি মাটি : সূর্যমুখী সাধারণত সব মাটিতেই জন্মে তবে দো-আঁশ মাটি সবচেয়ে বেশী উপযোগী

৫. জাত পরিচিতি : পর্যন্ত বারি কর্তৃক ২টি জাত উদ্ভাবন করা হয়েছে যথা (১) কিরণী (ডিএস-১) এবং বারি সুর্যমুখী-২

কিরণী:১৯৯২ সালে জাতটির অনুমোদন দেয়া হয় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জাতটি উদ্ভাবন করা হয় জাতটির কান্ডের ব্যাস ১.৫-২.০ সে.মি. পরিপক্ক পুষ্পমঞ্জুরী বা শাখার ব্যাস ১২-১৫ সে.মি. প্রতি মাথায় বীজের সংখ্যা ৪০০-৬০০ বীজের রং কালো ১০০০ বীজের ওজন ৬৮-৭২ গ্রাম বীজে তেলের পরিমাণ শতকরা ৪২-৪৪ ভাগ জাতটি মোটামুটি অলটারনারিয়া বৱাইট রোগ সহনশীল জীবনকাল ৯০-১১০ দিন হেক্টর প্রতি ফলন ১.৬ হতে ১.৮ টন

বারি সূর্যমুখী-২ : গাছের কান্ডের ব্যাস ২.০-২.৪ সে.মি. পরিপক্ক পুষ্পমঞ্জুরী বা শাখার ব্যাস ১৫-১৮ সে.মি. বীজের রং কালো ১০০০ বীজের ওজন ৬৫-৭০ গ্রাম প্রতি মাথায় বীজের সংখ্যা ৪৫০-৬৫০ তেলের পরিমাণ শতকরা ৪২-৪৪ ভাগ জীবনকাল রবি মৌসুমে ৯৫-১০০ দিন এবং খরিফ মৌসুমে ৯০-৯৫ দিন হেক্টর প্রতি ফলন রবি মৌসুমে ২.০ হতে ২.৩ টন এবং খরিপ মৌসুমে ১.৫ হতে ১.৮ টন

৬. বীজের হার : ৮-১০ কেজি/হেক্টর

৭. বপন সময় বপন পদ্ধতি : সূর্যমুখী সারা বছর চাষ করা যায় তবে অগ্রহায়ন মাসে (মধ্য b‡f¤^i থেকে মধ্য wW‡m¤^i) চাষ করলে এর ভালো ফলন পাওয়া যায় খরিপ-১ মৌসুমে অর্থাৎ জ্যৈষ্ঠে (মধ্য এপ্রিল থেকে মধ্য মে) মাসেও এর চাষ করা যায় সূর্যমুখী বীজ সারিতে বুনতে হয় সারি থেকে সারির দূরত্ব ৫০ সে.মি. এবং গাছ থেকে গাছের দূরত্ব ২৫ সে.মি.

৮. সার ব্যবস্থাপনা :ভালো ফলনের জন্য সূর্যমুখীতে নিম্নরূপ সার ব্যবহার করতে হবে

সারের নাম

সারের পরিমাণ/হেক্টর

ইউরিয়া

১৮০-২০০ কেজি

টিএসপি

১৫০-২০০ কেজি

এমওপি

১২০-১৫০ কেজি

জিপসাম

১২০-১৭০ কেজি

জিংক সালফেট

৮-১০ কেজি

বরিক এসিড

১০-১২ কেজি

* ম্যাগনেসিয়াম সালফেট

৮০-১০০ কেজি

* রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁ রাজশাহী এলাকার জন্য প্রযোজ্য

সার প্রয়োগ পদ্ধতি :অর্ধেক ইউরিয়া এবং বাকি সব সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে বাকি অর্ধেক ইউরিয়া ভাগ করে প্রথম ভাগ চারা গজানোর ২০-২৫ দিন এবং দ্বিতীয় ভাগ ৪০-৪৫ দিন পর (ফুল ফোটার পূর্বে) প্রয়োগ করতে হবে

৯. সেচ আগাছা ব্যবস্থাপনা :সূর্যমুখী ফসলের ফলন বেশী পেতে হলে কয়েকবার সেচ দেয়া প্রয়োজন প্রথম সেচ বীজ বপনের ৩০ দিন পর (গাছে ফুল আসার আগে), দ্বিতীয় সেচ বীজ বপনের ৫০ দিন পর (পুষ্পস্তবক তৈরির সময়) এবং তৃতীয় সেচ বীজ বপনের ৭০ দিন পর (বীজ পুষ্ট হবার আগে) সেচ দেয়া দরকারসূর্যমুখীর জমি সর্বদা আগাছামুক্ত রাখতে হবে জমিতে আগাছা দেখা দিলে উহা তুলে ফেলতে হবে

০. পোকামাকড় ব্যবস্থাপনা :

পোকার নাম : বিছা পোকা

ভূমিকা : ছোট অবস্থায় এরা দলবদ্ধভাবে থাকে

পোকা চেনার উপায় : কীড়া বা বিছা হলুদ রংয়ের এবং গায়ে কাঁটা থাকে

ৰতির নমুনা : এরা সাধারণত গাছের পাতায় আক্রমণ করে পোকার কীড়া দলবদ্ধভাবে থেকে পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে পাতলা সাদা পর্দার মতো করে ফেলে

অনুকূল পরিবেশ :উষ্ণ আবহাওয়া

ব্যবস্থাপনা : mnপোকা দেখার সংগে সংগে গাছ থেকে পোকাসহ পাতা সংগ্রহ করে পোকা মেরে ফেলতে হবে

সেচ নালায় কেরোসিন মিশ্রিত পানি থাকলে কীড়া পানিতে পড়ে মারা যায়

প্রতি লিটার পানিতে ডায়াজিনন-৬০ ইসি মিলি হারে মিশিয়ে বিকালে জমিতে স্প্রে করতে হবে

১১. রোগ ব্যবস্থাপনা :

রোগের নাম :পাতা ঝলসানো রোগ

ৰতির নমুনা : অলটারনেরিয়াহেলিয়ানথী নামক ছত্রাকের সাহায্যে রোগ ছড়ায় আক্রমণের শুর্বতে পাতায় ধুসর বা গাঢ় বাদামী বর্ণের অসম আকৃতির দাগ পড়ে দাগগুলো একত্রে মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে এবং অবশেষে পুরো পাতা ঝলসে যায়

বিস্তার : বীজ এবং বায়ুর সাহায্যে বিস্তার লাভ করে

ব্যবস্থাপনা :

কিরণী জাতের চাষ করা

প্রতি লিটার পানির সাথে গ্রাম রোভরাল-৫০ ডবিৱউ পি মিশিয়ে ১০ দিন পর পর বার সেপ্র করা বা ফসল কাটার পর পরিত্যক্ত কান্ড, মূল পাতা পুড়িয়ে ফেলা

১২. ফসল তোলা : ৯০-১১০ দিনের মধ্যে ফসল তোলা যায়


সূত্র: ইউরো বাংলা

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন