পূর্ব বগুড়ায় বর্ষালি ধান কাটা শুরু হয়েছে। আশ্বিন-কার্তিকের মঙ্গা এ এলাকার কৃষকদের মোকাবিলা করতে হবে না। তাই ফুটে উঠেছে কৃষকের মুখে হাসি
পূর্ব বগুড়ার কৃষকেরা আশ্বিন কার্তিকের মঙ্গার আগেই বর্ষালি ধান কাটতে পেরে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা বর্ষালি ধান ঘরে তুলতে পেরে একদিকে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে অন্যদিকে মঙ্গা মোকাবেলা করতে হবে না। ইতিমধ্যেই পূর্ব বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় বর্ষালি ধান কাটা শুরু করেছে এ এলাকার কৃষক। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর বগুড়ার সোনাতলায় ৩ হাজার ৫শ হেক্টর এবং সারিয়াকান্দিতে ৬ হাজার হেক্টর জমিতে বর্ষালি ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এর চাইতে বেশি ধান রোপণ করা হয়েছে। ইতিমধ্যেই সোনাতলা উপজেলার পাকুল্যা, আমতলী, আচারপাড়া, পদ্মপাড়া, শ্যামপুর, হুয়াকুয়া, চারালকান্দি, তেকানীচুকাইনগর, মহেশপাড়া, ভিকনের পাড়া, দাউদিয়ার পাড়া, খাবুলিয়া, মধুপুর, হরিখালী, করমজা, হাসরাজ, জোড়গাছা, ভেলুরপাড়া, চরপাড়া, সর্জনপাড়া, সোনাকানিয়া, কুশাহাটা, ঠাকুরপাড়া, কোরাডাঙ্গা, পোড়াপাইকর, দিঘলকান্দি, মহিচরণ, গণিয়ারিকান্দি, নুরারপটল, চিলি্লপাড়া, বালুয়াহাট, দাউদপুর, দিগদাইড়। সারিয়াকান্দি উপজেলার নারচী, হরিনারচর, হাটফুলবাড়ি, চন্দনবাইশা, কুতুবপুর, হাটশেরপুর ও গাবতলী উপজেলার ধলির চর, জাতহলিদা, বুরুজ, কদমতলী, ময়নাতলা, নেপালতলী, সোনারায়, খুপি, কাগইল, নাড়ুয়ামালা, লাংলু, হাতিবান্দা সহ বিভিন্ন জায়গায় ধান কাটা শুরু করেছে কৃষকেরা।
এ ব্যাপারে কৃষক এনামুল হক টুকু (৪৫), মোজাম্মেল হক (৪০), জসিম উদ্দিন (৭০), ছালেক মিয়া (৬০), ইশারত জাহান (৫৫) জানান, পূর্ব বগুড়ায় বর্ষালি ধান ভাল হয়েছে। এখানে জমি ভেদে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ মণ ধান উৎপন্ন হয়। নতুন ধান বিক্রি করে কৃষকেরা তাদের উৎপাদন খরচ করেও সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পাচ্ছেন। এ ব্যাপারে সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, পূর্ব বগুড়ার কৃষকেরা ইতিমধ্যেই বর্ষালি ধান কাটা শুরু করেছে।
এ ব্যাপারে কৃষক এনামুল হক টুকু (৪৫), মোজাম্মেল হক (৪০), জসিম উদ্দিন (৭০), ছালেক মিয়া (৬০), ইশারত জাহান (৫৫) জানান, পূর্ব বগুড়ায় বর্ষালি ধান ভাল হয়েছে। এখানে জমি ভেদে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ মণ ধান উৎপন্ন হয়। নতুন ধান বিক্রি করে কৃষকেরা তাদের উৎপাদন খরচ করেও সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পাচ্ছেন। এ ব্যাপারে সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, পূর্ব বগুড়ার কৃষকেরা ইতিমধ্যেই বর্ষালি ধান কাটা শুরু করেছে।