শুধু গাছ লাগালে চলবে না, গাছের সঠিক পরিচর্যা করতে হবে। ইচ্ছামতো বন নিধন করা যাবে না। গাছ না থাকলে অক্সিজেন তৈরি হবে না। আর অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে না। তাই গাছের মতো উপকারী বন্ধু আর নেই। সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের সম্মুখীন। এর প্রধান কারণ অবাধে বৃক্ষনিধন। তাই সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশকে সবুজ দেশে পরিণত করতে হবে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে, এটা শেষ করার জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক মাহমুদুল্লাহ চৌধুরী, পুলিশ সুপার মনির উজ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র শেখ আশরাফুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও যশোর বিভাগীয় বন কর্মকর্তা সাঈদুর রশিদ।
তথ্যসূত্র : প্রথম আলো
গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে, এটা শেষ করার জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক মাহমুদুল্লাহ চৌধুরী, পুলিশ সুপার মনির উজ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র শেখ আশরাফুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও যশোর বিভাগীয় বন কর্মকর্তা সাঈদুর রশিদ।
তথ্যসূত্র : প্রথম আলো