ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় মাজারসংলগ্ন স্থানের পুরোনো গাছগুলো কাটার প্রতিবাদে গতকাল সোমবার বগুড়া শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিবেশ নাগরিক কমিটি বগুড়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় মানববন্ধন চলাকালে এক সভায় বক্তারা ঐতিহাসিক মহাস্থানগড়ের পুরোনা এসব গাছ কাটার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, সেখানকার পুরোনো ইটগুলোও সরিয়ে ফেলা হচ্ছে। বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবু নাছের খান, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, প্রবীণ নাট্যজন খন্দকার গোলাম কাদের, উচ্চারণ একাডেমির নির্বাহী পরিচালক পলাশ খন্দকার, জেলা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, নারী ও শিশু বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নিভা রানী সরকার প্রমুখ।
তথ্য সূত্রঃ প্রথম আলো, তারিখ: ৩০-১১-২০১০
গাছ কাটার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন
Tuesday, November 30, 2010
Labels:
অনান্য,
কৃষি তথ্য,
কৃষি সংবাদ
Posted by
জনি
at
5:52 PM