প্যারোট ফুল

Tuesday, September 21, 2010


বিস্ময়কর এক জাতীয় ফুল দেখতে পাওয়া যায় থাইল্যান্ডে যার নাম Parrot ফুল। ফুলটি দেখতে হুবুহু Parrot পাখির মতো। বিরল প্রজাতির ফুলের গাছটির পরিচর্যা খুবই কঠিন। এটি বার্মা, ইষ্ট ইন্ডিয়া ও থাইল্যান্ডে ছাড়া অন্য কোথাও দেখা যায়না। তাছাড়া আবহাওয়া বা পরিবেশগত কারনে বিশ্বের অন্য কোথাও ফুল গাছটির ফলন হয় না। থাইল্যান্ডের The Royal Botanical Gardem Kew -তে ফুলটির দেখা পাওয়া যায়। আসুন নিচের চিত্র থেকে দেখে নেয়া যাক Porrot ফুল।
গাছটি লম্বায় 6 feet (1.8) meters মত হয় আর পাতার সাইজ 6 cm। ফুল ফোটে অক্টবর-নভেম্বরের দিকে যা প্রায় 2 inches (5cm) আকারের। এর বৈজ্ঞানিক নাম Impatiens pasittacina এটি parrot balsam বা flying cockatoo বা Flower Bird Parrot নামে পরিচিত আর Thai ভাষায় বলে Dork Nok Khaew।

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন