সয়াবীন (Soybean)
উদ্ভিদতাত্ত্বিকনাম:Glycine max
৪. উপযুক্তজমিওমাটি: দো-আঁশ,বেলে-দো-আঁশওএঁটেলদো-আঁশমাটি সয়াবিন চাষেরউপযোগী।
৫. জাতপরিচিতি: বাংলাদেশকৃষিগবেষণাইনস্টিটিউটসয়াবিনের৩টিজাতউদ্ভাবনকরেছেন। জাতগুলোরবৈশিষ্ট্য নিম্নে উলেৱখকরাহলো।
সোহাগ(পিবি-১):সংগৃহীতজার্মপৱাজমথেকেবাছাইপ্রক্রিয়ারমাধ্যমে ১৯৯১সালেসরকারকর্তৃকজাতটিরঅনুমোদনদেয়াহয়।
ফুলের রংবেগুনী। বীজেররংউজ্জ্বলহলদে।বীজসংরৰণৰমতাভালো।১০০বীজেরওজন ১১-১২গ্রাম।এ জাতটিপাতারহলদেমোজাইক রোগ সহনশীল। জীবন কাল রবি
মৌসুমে ১০০-১১০ দিন এবং খরিপমৌসুমে ৮০-৯০দিন। হেক্টরপ্রতি ফলন ১.৫-২.০ টন।
বাংলাদেশসয়াবিন-৪ (জি-২): ১৯৯৪সালেজাতটিরঅনুমোদনদেয়াহয়। এজাতেরবীজের আকার ছোট।
১০০ বীজেরওজন ৫-৭ গ্রাম।বীজের রং হলদে। জাতটি পাতারহলদে
মোজাইক রোগসহনশীল। জাতটির জীবন কাল৯০-১২০দিন।হেক্টরপ্রতিফলন১.৮-২.০ টন।
বারিসয়াবিন-৫: ২০০২সালেজাতটিরঅনুমোদনদেয়াহয়।এজাতটিসবমৌসুমেইচাষ করাযায়। এজাতেরপ্রতিটিগাছেফলেরসংখ্যা২৫-৩২টি।শুটিতেবীজেরসংখ্যা২-৩টি।বীজেরআকারসোহাগেরচেয়েসামান্যছোটএবংবাংলাদেশসয়াবিন-৪এরবীজের চেয়েবড়।বীজেররংক্রীমএবংশতবীজেরওজন৯-১৪গ্রাম।জীবন কাল ৯০-১০০ দিন। হেক্টর প্রতি ফলন ১.৬-২.০টন।
৬. বীজবপন: বাংলাদেশেরবিএবংখরিপউভয়মৌসুমেইসয়াবিনেরচাষকরাযায়।তবেপৌষমাসে(মধ্য December থেকেমধ্য January)বপনকরাভাল।অন্যদিকেবর্ষামৌসুমেশ্রাবণমাসথেকেমধ্য ভাদ্র মাস পর্যন্ত বপন করাযায়।
৭. বীজেরহার:সোহাগ -৮০ কেজি/হেঃ।
জি-২ -৪০-৪৫কেজি/হেঃ।
৮.বপনপদ্ধতি: সয়াবিনসারিকরেবপনকরাভালো।তবেছিটিয়েওবুনাযায়।সারিতেবপনকরলেসারিথেকে সারিরদূরত্বরবিমৌসুমে৩০সে.মি.এবংখরিপমৌসুমে৪০সে.মি.দিতেহবে।গাছথেকেগাছেরদূরত্বহবে৫-৬সে.মি.। বীজ বপনের গভীরতা হবে৩-৪সে.মি.।
৯. সারব্যবস্থাপনা: হেক্টরপ্রতিসারেরপরিমাণনিম্নরূপ: জাতভেদে এর তারতম্য হতে পারে।
সারেরনাম
প্রতিহেক্টরে(কেজি)
ইউরিয়া
৫০-৬০কেজি
টিএসপি
১৫০-১৫কেজি
এমওপি
১০০-১২০কেজি
জিপসাম
৮০-১১৫কেজি
শেষ চাষের সময় সবটুকু সার জমিতেপ্রয়োগকরেমাটির সাথেভালো ভাবে মিশিয়ে দিতে হবে।
জীবাণুসারপ্রয়োগ:ছায়া যুক্তস্থানেএককেজিবীজেরমধ্যে৬৫-৭৫গ্রামজীবাণুসারমিশিয়ে ভালো ভাবেনাড়াচাড়া করেবীজসাথেসাথেবপনকরতেহবে।সাধারণতএইসারব্যবহার করলেইউরিয়াসার ব্যবহারের প্রয়োজনহয়না।
১০. সেচওআগাছাব্যবস্থাপনা: রবিমৌসুমেবীজবপনের২৫-৩০দিনেরমধ্যে (ফুলআসারসময়প্রথমসেচএবং দ্বিতীয়সেচবীজবপনের৫৫-৬০দিনেরমধ্যে (শুটিগঠনেরসময়) দিতেহবে।খরিপমৌসুমেসেচেরপ্রয়োজনহয়নাতবেপ্রয়োজনেসম্পূরকসেচদেয়াযেতেপারে।চারাগজানোর২০-২৫দিন পর আগাছা দমন করতেহবে।
পোকারনাম: বিছাপোকা
ভূমিকা :সয়াবিনেরএকটিমারাত্মকপোকা। ছোটঅবস্থায় এরা দলবদ্ধ ভাবে থাকে।
পোকাচেনারউপায়: কীড়াবাবিছাহলুদ রংয়ের এবং গায়েকাঁটাথাকে।
ৰতিরনমুনা: এরাসাধারণতগাছেরপাতায়আক্রমণকরে।এপোকারকীড়াদলবদ্ধভাবে থেকে পাতারসবুজঅংশখেয়েপাতাকেপাতলাসাদাপর্দার মতো করে ফেলে।
অনুকূলপরিবেশ: উষ্ণআবহাওয়া।
জীবনচক্র:
ব্যবস্থাপনা:
পোকা দেখার সংগে সংগে গাছ থেকেপোকাসহপাতাসংগ্রহকরে পোকামেরে ফেলতে হবে।
সেচ নালায় কেরোসিন মিশ্রিত পানি থাকলে কীড়া পানিতে পড়ে মারাযায়।
প্রতি লিটার পানিতে ডায়াজিনন -৬০ ইসি ২মিলিহারেমিশিয়ে বিকালে জমি করতেহবে।
১২. রোগব্যবস্থাপনা:
রোগেরনাম:হলুদ মোজাইকভাইরাস
ভূমিকা:
ৰতিরনমুনা: সয়াবিনেরসবুজপত্রফলকেরউপরিভাগেউজ্জ্বলসোনালীবাহলুদরংয়েরচক্রাকার দাগেরউপস্থিতি দেখাযায়।তখনহলদেপাতা যুক্তআক্রান্তগাছসাধারণতখাটো এবং বামনাকৃতি হয়ে থাকে।
অনুকূলপরিবেশ: মেঘলাআবহাওয়া।
বিস্তার: জাবপোকার মাধ্যমে বিস্তার।
ব্যবস্থাপনা:
K) বালাই সহনশীলজাত যেমন বাংলাদেশ সয়াবিন-৪ এর আবাদ করা।
L) আক্রান্ত গাছ বাছাইকরে (রগিং) তুলে মাটির নিচে পুঁতেরাখা।
M) রোগমুক্ত বীজ বপন।
N) ২মিলি হারে মিশিয়ে জমিতে ভালো ভাবে সেপ্রকরতে হবে।
রোগেরনাম: কান্ডপঁচারোগ
ভূমিকা: এরোগসাধারণতস্কেলেরোশিয়ামরলফসি/ ফিউজারিয়াম/ রাইজোকটনিয়ানাম কছত্রাকেরসাহায্যেরোগছড়ায়।
ৰতিরনমুনা: আক্রান্তগাছেরকান্ডএবংমূলেকালোদাগপড়ে।পরবর্তীতে চারাবাগাছধীরেধীরেশুকিয়েযায় এবং অবশেষে মারাযায়।
অনুকূল পরিবেশ:
বিস্তার: ছত্রাকের সাহায্যে বিস্তার।
ব্যবস্থাপনা:
K) বীজবপনের পূর্বে ভিটাভেক্স- ২০০দিয়ে (২.৫গ্রাম/কেজি) বীজ শোধন করে বীজবপন।
L) গভীর ভাবে জমি চাষ করতে হবে।
M) জমি হতে ফসলের পরিত্যক্ত আঁশ,আগাছা,আবর্জনাপরিষ্কারকরে রোগের উৎস নষ্ট করতেহবে।
১৩. ফসলতোলা:
সোহাগ-১০০-১১০দিন।
বাংলাদেশ সয়াবিন-৪ ৮৫-৯৫দিন।
বারিসয়াবিন-৫ ৯০-১০০দিন।