তিসি'র উৎপাদন প্রযুক্তি

Saturday, August 7, 2010


ফসলের নাম - তিসি (Linseed)

উদ্ভিদতাত্ত্বিক নাম : Linum Utitatissimum Linn.

পরিবার : Linaceae.

১. পুষ্টিমূল্য/উপাদান : প্রোটিন, তেল, কার্বোহাইড্রেট, ছাই, আঁশ বিদ্যমান

২. ভেষজগুণ :-

৩. ব্যবহার : যন্ত্রপাতির জন্য গ্রিজ সাবান তৈরিতে ব্যবহার করা হয়

৪. উপযুক্ত জমি মাটি : এঁটেল মাটি তিসি চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী পলি দো-আঁশ এঁটেল দো-আঁশ মাটিতেও এর চাষ করা যায়

৫. জাত পরিচিতি : নীলা (লিন-১)

জাতটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে এবং ১৯৮৮ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত হয় জাতটির বৈশিষ্ট্য হলো-বীজ ছোট চেপ্টা ফল wW¤^vK…wZi হয় ১০০০ বীজের ওজন ৩.০-৩.৫ গ্রাম ফুলের রং নীল বীজ হাতে ধরলে পিচ্ছিল অনুভূত হয় বীজে তেলের রিমাণ শতকরা ৩৮ ভাগ হেক্টর প্রতি ফলন ৮৫০-৯৫০ কেজি

৬. বীজ বপন : কার্তিক মাস (মধ্য অক্টোবর হতে b‡f¤^i)| বীজ ছিটিয়ে বপন করতে হয় তবে সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব হবে ৩০ সে.মি.

৭. বীজের হার : ৭-৮ কেজি/হেক্টর

৮. সার ব্যবস্থাপনা : সাধারণত তিসি বিনা সারে চাষ করা হয় তবে ভালো ফলন পেতে হলে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে

সার

হেক্টর প্রতি সারের পরিমাণ

(কেজি)

ইউরিয়া

৭০-৮০

টিএসপি

১১০-১৩০

এমওপি

৪০-৫০

ইউরিয়া সার অর্ধেক বাকি অন্যসব সার শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের ২৫-৩০ দিন পর প্রয়োগ করতে হবে

৯. সেচ আগাছা ব্যবস্থাপনা : প্রয়োজনে ১-২ বার সেচ দিতে হবে আর জমিতে আগাছা থাকলে সময়মতো আগাছা দমন করতে হবে

১০. পোকা মাকড় ব্যবস্থাপনা : পোকামাকড়ের আক্রমণ উল্লেখযোগ্য নহে

১১. রোগ ব্যবস্থাপনা :

রোগের নাম : পাতা ঝলসানো রোগ

ভূমিকা : অলটারনেরিয়া লিনি নামক একপ্রকার ছত্রাকের সাহায্যে রোগ ছড়ায় এটি একটি বীজবাহিত রোগ

ৰতির নমুনা : প্রথমে পাতার উপর ঘন বাদামী বর্ণের অসম আকৃতির দাগ পড়ে রোগের প্রকোপ বৃদ্ধি পেলে পাতা শুকিয়ে যায়

অনুকূল পরিবেশ :আর্দ্র আবহাওয়া

বিস্তার : বাতাসের সাহায্যে রোগ বিস্তার লাভ করে

ব্যবস্থাপনা :

ক) বীজ শোধন : বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম ভিটাভেক্স-২০০ দিয়ে বীজ শোধন করতে হবে

খ) আগাছা দমনসহ ফসলের পরিচর্যার মাধ্যমে রোগের প্রাদুর্ভাব কমানো যায়

গ) গাছে রোগের লৰণ দেখা দেয়া মাত্র প্রতি লিটার পানিতে গ্রাম রোভরাল-৫০ ডবিৱউপি মিশিয়ে ১০ দিন পরপর বার স্প্রে করতে হবে

১২. ফসল তোলা : তিসি ফাল্গুন-চৈত্র মাসে পাকে পাকলে গাছ এবং ফল সোনালী বা কিছুটা তামাটে রং ধারণ করে ফল ভালভাবে পাকার পরই গাছ কাটা বা উপড়ানো উচিৎ ফসল কেটে বা উপড়িয়ে নেয়ার পর গাছগুলো ছোট ছোট আঁটি বেঁধে বাড়ির আঙ্গিনায় স্তুপ করে রাখা যায় জীবনকাল ১০০-১১৫ দিন


সূত্র: ইউরো বাংলা

মনের উঠোনে

সাম্প্রতিক সংযোজন

মোবাইল থেকে দেখুন

আমাদের দেশ এখন আপনার মুঠোফোনে, মোবাইল থেকে লগইন করুন আমাদের দেশ

দ র্শ না র্থী

দ র্শ না র্থী

free counters

কে কে অনলাইনে আছেন