ব্রি উদ্ভাবিত ঘাস কাটার যন্ত্র
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের খামার যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান মাহবুবুল আলম জামী এটি উদ্ভাবন করেছেন। যন্ত্রটি ঘন্টায় ১.৮ বিঘা জমির ঘাস কাটতে পারে। যন্ত্রটির কর্তন ব্লেডের ব্যাস ৩২ ইঞ্চি বিধায় অল্প সময়ে অধিক পরিমাণ জমির ঘাস কাটে। স্বচালিত এ যন্ত্রটিতে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। এতে জ্বালানি ব্যয় হয় ঘন্টায় ০.৫ থেকে ০.৭ লিটার, যার বাজার মূল্য বর্তমানে ২৪ থেকে ২৮ টাকা। পক্ষান্তরে বিদেশ থেকে আনা ঘাস কাটা যন্ত্র পেট্রল, গ্যাসোলিন দিয়ে চালাতে হয় বলে খরচ অনেক বেশি লাগে। দেশের যেকোনো ওয়ার্কশপে তা নির্মাণ ও মেরামত সম্ভব হয় না। অথচ ব্রি ঘাস কাটা যন্ত্রের যন্ত্রাংশগুলো সাধারণ বলে দেশের যেকোনো ওয়ার্কশপে নির্মাণ ও মেরামত সম্ভব। যন্ত্রটি তৈরি প্রসঙ্গে গবেষক মাহবুবুল আলম জামী বলেন, ব্রি মাঠগুলোর সৌন্দর্য বজায় রাখার জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিদেশ থেকে আনা ঘাস কাটা যন্ত্রগুলো তিন থেকে চার মাস ব্যবহারের পর নষ্ট হয়ে গেলে ব্রি ওয়ার্কশপে নিয়ে আসা হতো। কিন্তু বাজারে এর যন্ত্রাংশ না পাওয়ায় মেরামত সম্ভব হতো না। এ অবস্খা থেকে উত্তরণের জন্য তিনি অটোক্যাড প্রোগ্রামিংয়ে নিজস্ব ডিজাইন অনুযায়ী ব্রি ওয়ার্কশপে এটি তৈরি করেন। সম্প্রতি ব্রি’র মহাপরিচালক ড. মো: নূর-ই-এলাহী, পরিচালক (গবেষণা) ড. এম এ ছালাম, পরিচালক (প্রশাসন) ডা. বি এ এ মুস্তাফি ও ব্রি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের উপস্খিতিতে ব্রি খেলার মাঠ এবং ব্রি প্রগতি স্কুল মাঠে যন্ত্রটির মাঠ দক্ষতা যাচাই করা হয়। এর মাঠ দক্ষতা চমৎকার বলে উপস্খিত সবাই মন্তব্য করেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা সভায় উপস্খাপন করলে ব্রি’র মহাপরিচালক ও বিজ্ঞানীরা এর ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে জামী জানান, কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে এটি বাজারজাত করা হবে।
কারিগরি বিষয়
ব্রি ঘাস কাটা যন্ত্রটির কারিগরি বিষয় বেশ সহজ। এর ব্লেড সহজেই পরিবর্তনযোগ্য। এটি ঘূর্ণন গতিতে কাজ করে। এর ঘূর্ণন গতি ১২৫০ আরপিএম। এটি চার অশ্বক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত ইঞ্জিন বিধায় ওজনে হালকা, এর মাঠ ক্ষমতা ০.২৪৩ হেক্টর/ঘন্টা, মাঠ দক্ষতা প্রায় ৮৭ শতাংশ। এটি ভূমি থেকে ৪-৬ সেন্টিমিটার উচ্চতায় ঘাস কাটে। এর জ্বালানি খরচ মাত্র ০.৫-০.৭ লি/ঘন্টা। এর সম্মুখ ৩.৫ কিলোমিটার/ঘন্টা বলে হেঁটে হেঁটে চালানো সম্ভব।
বিশেষ সুবিধা
-মাঠে ঘাস কাটার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি,
-জ্বালানি খরচ কম,
-ওজনে হালকা
-যেকোনো ওয়ার্কশপে মেরামত করা সম্ভব
-মেরামত খরচ কম।
তথ্যসূত্র : দি-এডিটর