কাঠজাতীয় গাছের ডালপালা ছাঁটাইয়ের উপযোগী সময় এখন। ফলদগাছের ডালপালা ছাঁটাইয়ের উপযোগী সময় ফল ধরার সময় অথবা ফল সংগ্রহের পর। এ সময় গাছের ডালপালা ছাঁটাই করলে বসন্তকালে এবং বর্ষাকালে গাছ দ্রুত বৃদ্ধি পায়। এ ছাড়া অন্য সময় ছাঁটাই করলে গাছের ক্ষতি হয়।
গুরুত্বঃ কাঠের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। রোগবালাই দমন করা যায়। গাছের কাণ্ড সোজা হয়। ফল বেশি ধরে, ফল ঝরে পড়ে না। ফল বড় হয়। কৃষি বনায়নে ফসলের উপকার হয়। গাছের সৌন্দর্য বৃদ্ধি পায়। বরইগাছে ফল সংগ্রহের পর সম্পূর্ণ ডালপালা ছেঁটে দিলে পরের বছর প্রচুর বরই ধরে। লিচু ও আম ধারণের ডাল ছেঁটে দিলে গাছের সব ডালে মুকুল ধরে। গাছ ঝড়-তুফানে ভাঙে না।
পদ্ধতিঃ যেসব ডালপালা হেলে রাস্তার ওপর পড়বে এবং যাতায়াতে অসুবিধা হলে সেসব ডালপালা ছেঁটে দিতে হবে। রোগাক্রান্ত ডালপালা ছাঁটতে হবে যাতে রোগের বিস্তার না হয়। দুর্বল, বাঁকা, বৃদ্ধি হয় না এমন ডালপালা কাটতে হবে। অপ্রয়োজনীয় মরা, শুকনো ও পাতাহীন ডালপালা কাটতে হয়। এতে নতুন কুশি গজায়। একই ডালে বেশি ফল ধরলে ছাঁটাই করে পাতলা করে দিলে ফল বড় ও সুন্দর হয়। পাতাজাতীয় ভেষজগাছের পাতা ছাঁটাই করলে পাতার পরিমাণ বাড়ে।
ফরহাদ আহাম্মেদ কৃষিবিদ
তথ্যসূত্র: শাইখ সিরাজ রচিত ‘মাটি ও মানুষের চাষবাস’ গ্রন্থ থেকে সংগ্রহীত