-এটি খাড়াভাবে বহনকরা একটি কর্তনকারী উইনড্রোয়ার ।
-শক্তির উৎস হিসাবে এতে ৪.৪ হর্স (hp)পাওয়ারের ডিজেল ইঞ্জিন সংযুক্ত থাকে।
-ধান এবং গম কাটার উপযুক্ত ।
-শুকনো এবং ভেজা এমন কি ১০ সে.মি. পর্যন্ত জমে থাকা জলা ভুমিতে ও কাজ করতে পারে ( ভেজা কর্দমাক্ত মাটি ছাড়া)।
-উৎপাদন ক্ষমতা :ধান ০.১৬-০.১৮ হেক্টর /ঘন্টা; গম ০.২৫-০.২৭ হেক্টর /ঘন্টা।
-৯৫%-৯৬% শ্রম সাশ্রয়ী ।
-ধান কাটার ক্ষেত্রে ৭৩%এবং গম কাটার ক্ষেত্রে ৪৩% খরচ কমায়।
-মূল্য ৬০,০০০ টাকা বা ১০০০ মার্কিন ডলার।
সূত্র: ইউরো বাংলা
স্ব-চালিত কর্তনকারী যন্ত্র
Saturday, August 7, 2010
Labels:
কৃষি তথ্য,
কৃষি যন্ত্র,
কৃষি সংবাদ
Posted by
আমাদের রান্না
at
4:53 PM