নজরুলের আধুনিক গান নিয়ে একটি অ্যালবাম তৈরি করছেন অজয় মিত্র। এতে মোট ১৫টি গান থাকছে। গানগুলো তুলনামূলক কম প্রচলিত। নজরুলের আসছে মৃত্যুবার্ষিকীতে অ্যালবামটি বাজারে আসবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো চূড়ান্ত হয়নি। অজয় মিত্রের সংগীতায়োজনে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল, শারমিন সাথী ইসলাম ময়না, নাসিমা শাহীন ফেন্সি, ছন্দা চক্রবর্তী, প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী, রেজাউল করিম ও আশীষ কুমার সরকার। কয়েকটি গানের শিরোনাম 'মোরে ভালোবাসায় ভুলিয়ো না', 'তুমি আমার সকালবেলার সুর', 'আবার ভালোবাসার সাধ জাগে', 'ভীরু এ মনের কলি', 'তুমি শুনিতে চাও কি', 'আমি চিরতরে দূরে চলে যাব', 'মনে পড়ে আজ সে কোন জনমে' প্রভৃতি। এ প্রসঙ্গে অজয় মিত্র বলেন, 'এ গানগুলো নজরুলের আদি সুরের। পুরনো রেকর্ড শুনে সেভাবেই গানগুলো তৈরি করার চেষ্টা করছি। সংগীতায়োজনে কিছুটা নতুনত্ব আনা হয়েছে।'